Followers

Total Pageviews

Tuesday, May 27, 2008

এক পড়ন্ত সকালে স্পর্শের বর্ণালী কথা Ek Poronto Sokale Sporsher Bornali Kotha



কুমারী ফুলের রং বেরং- এর
পাপড়ী মেলে পথে
ঘাস ফরিং এর অলস উড়াউড়ি
পাহার কাটা পথে
বাঁশঝাড়ের নির্জনতায়
জানা অজানা পাখির ডাক
এমন থমকে দেয়া সে র্নিজনতা যা
ধমনীতে বয়ে যাওয়া ভালবাসার শব্দ শুনিয়ে যায়

পড়ন্ত সকালের অনন্ত আলস্যে
প্রকৃতি একাকীত্ব আর মগ্নতার গান শোনায়
কিছু মেঘ লুকোচুরি খেলে ষায় সূর্যকে ঘিরে
তুমি আর আমি আমরা দেখে যাই এইসব সবুজ মুগ্ধতার আঁকাআঁকি
খুলে যাই রহস্যের চাদর
একের পর এক
যেন কোন কিছুই থাকেনা অজানা
থাকেনা স্পর্শের বাইরে

সবুজ শীতল পাহাড় তলে
হাতে হাত রেখে হাটাহাটি
দু একটা টুকিটাকি কথা
তার চেয়ে অনেক বেশী আমাদের সময় কেড়ে নেওয়া র্নিজন মুগ্ধতার বি্ষ্ময়

আমি আকন্ঠ পান করি
সুখের নামে দেওয়া তোমার ছোঁয়া
কুমারী ফুল, সবুজ বাঁশঝাড়, ঘাস ফড়িং – আর
পড়ন্ত সকাল সাক্ষী রাখা সেই র্নিজন অনুভব আমি ধরে রাখি বুকে – লালন করি
সেই পড়ন্ত সকাল আজ আর কুমারী ফুল, সবুজ বাঁশঝাড় আর ঘাস ফড়িং-এর স্মরণ নেই
যা আমার স্মৃতি হাতরে খুঁজতে হবেনা কোনদিনও
আমাকে স্মরণ দাও
আমাকে স্মরণ দাও – বলে কাঁদবোনা পাহারের কাছে
পড়ন্ত সকালের সেই র্নিজনতায় তুমি দিয়েছিলে আমায়
সুখের লুকোচুরি খেলায় মগ্ন থাকার প্রথম আবগে

Friday, May 16, 2008

এই শহর আর ঐ শহরের কাব্য ১ Ei shohor ar oi shohorer kabbyo 1




আমার এই শহরের বসবাসে
ক্লান্ত বিকেলে পথ চলা
তোমার ঐ শহরের ব্যস্ত সময়
পার করে নাওঅবহেলায়

AMAR EI SHOHORER BOSHOBASH E
KLANTO BIKELE POTH CHOLA
TOMAR OI SHOHORE BESTO SOMOY
PAR KORE NAO OBOHELAY

আমি এই শহরে তোমায় খুঁজি
তোমায় ভাবি শত ভীড়ে
তুমি ঐ শহরে ভাব নাকি
ফেলে আসা স্মৃতিটিরে

AMI EI SHOHORE TOMAY KHUJI
TOMAY BHABI SHOTO BHEER E
TUMI OI SHOHORE BHABO NAKI
FELE ASHA SMRITI TEE RE

আমার এই শহরে তোমায় পাওয়ে
হবে না আর কোনোদিনও
তুমি ঐ শহরে যতই হাসো
ফিরব না আর জেনে নিও

AMAR EI SHOHORE TOMAY PAWA
HOBE NA AR KONO DIN O
TUMI OI SHOHORE JOTOI HASHO
FIRBO NA AR JENE NIO
আমার এই শহরে তোমায় পাওয়া
আবার হবে জেনে নিও
তুমি ঐ শহরে একটু ডাকো
ফিরব কাছে টেনে নিও

AMAR EI SHOHORE TOMAY PAWA
ABAR HOBE JENE NIO
TUMI OI SHOHORE EKTU DAAKO
FIRBO KACHE TENE NIO

সময় অসময়ের ফোড় somoy osomoyer for

মনের ভেতরে কত শত সহস্র অনুভূতির মুখে ছাই দিয়ে দিন শুরু হয়

আরকেটা অনিশ্চিত যাত্রা পথে যোগ দেয়

সারাদিনে চাল ডাল ভাব্ ভালবাসার দরাদরি

আর সব শেষে তার থেকে আদায় করে নেয়া লিটার, গ্রাম আর কিলোর হারজিত খেলার চুলচেরা বিচার

তৃপ্ত হই নিজের পাগলামি নিয়ে

তুমি কি পাও দেখতে

কি পরম অন্তরিকতায় সারাদিনে দিয়ে যাই সুখের ঘরে দশ ফোড়

সময় যেন না যায় ছুটে

অসময়ের কাছে পরাজয় মেনে

Saturday, May 10, 2008

অচিন ঠিকানা Ocheen Thikana

মনের ভেতরের ঝর ঝাপটা কুয়াশা যখন তোলপার করে
আমার অতীত বর্তমান
আমি তোমার তপ্ত বুকে মাথা রেখে
করে যাই আগামি দিনের স্বপ্ন রচনা
সবু্জ ঘাসে চলা শুরূ
পথ হারালাম দীর্ঘশ্বাসের বালুচরে
খুঁজে ফিরি অরন্য আর পাহারতলীর নাম না জানা স্মরণী
যে নিয়ে যাবে আমায় অচিন ঠিকানায়

moner bhetorer jhor jhapta kuasha jokhon tolpar kore
amar otit ar bortoman
ami tomar topto buke matha rekhe kore jai agami diner sopno rochona.
sobuj ghase chola suru
poth haralam dirghoshasher baluchore
khuje phiri ornno ar pahartolir naam na jana shoroni
je niye jabe amay ocheen thikanay

Wednesday, May 7, 2008

তুমি আমার Tumi Amar

তুমি আমার অন্তর আত্মায় বসে থাকা
সেই রাত জাগা পাখি
যে কেবলি করে পাগল
আমায় অর্হনিশি
শীত বর্ষার কালো আকাশ মেঘে
তোমায় আমি ডেকেই গেছি ঠিকই

শরৎ যখন ভাসায় মেঘের ভেলা
তুমি তখন অত্মহারা পরী
হীম জড়ানো আবেশ মেখে গায়ে
খেল আমার তপ্ত বুকের পরে

তুমি আমার ছোট্ট প্রজাপতি
উড়ে বেড়াও নীল গভীর এই জলে
তুমি আমার সেই ছেলে বেলা
যে কেবলই আকাশ পানে টানে

তুমি উড়াও ঘুরি মেয়ে
মেঘ আকাশের পরে
আমি শান্ত করি তোমায়
শরীর বেয়ে বেয়ে

তুমি আমার সেই সকালের স্মৃতি
যাক পরম প্রেমে লালন করি বুকে
আলতো ছোঁয়ায় স্পর্শ করি তোকে
যেন না যাস ফেলে গভীর অরন্যতে

তুমি আমার অন্ধকার এই ঘর
জ্বালো প্রদীপ ভালবাসাত ত্বরে
তুমি আমার মাঝ রাতের ঐ ঝড়ে
আগলে রাখো প্রদীপ হাতে ধরে

তুমি আমার শান্ত দিঘির পারে
লজ্জারাঙ্গা সবুজ ঘাস ফরিং
তুমি আমার তপ্ত বালুচর
নেমে আসা ঝর্ণা ধারার হিম

তোমায় আমি দেখেছিলাম নীলে
ডেকেছিলাম পরম কাছে টানে
তুমি আমায় দিয়েছিলে সাড়া
ডুবেগেছি দুজন অসীম নীলে

তুমি যখন দূর পাহারের সবুজ
আমি তখন ব্যস্ত তোমায় খুঁজে
গলাই তোমার অভিমানের বরফ
পোড়া দেহের অস্থি মজ্জা দিয়ে

তখন তুমি অনেক বড় পাথর
বয়ে বেরাও বুকের গহীন কোণে
আমি তখন ক্ষিপ্ত হয়ে তোকে
ধরে রাখি না যাস যেন ছুটে

Friday, May 2, 2008

বন্দী bondi

মনের খাচায় বন্দী আমি
শান্তি কিম্বা অশান্তি তে
বার করেনা কেও আমারে
তাকিয়ে থাকি অসীম নীলে
Moner Khachay bondi ami
Shanti kimba oshantite
Bar korena keo amare
takiye thaki osheem neel e

হাত বাড়ানো যেদিকে haat barano jedike

অনন্তের পানে আমার যে হাত বারানো
ধরে না সে হাত কেও অভয় জানাতে
বলে না
এসো তৃষ্ণা মেটাও
শুদ্ধ হও
সুখের নদীর কুলকুল ছন্দে নাচে না হৃদয়
অবিরাম ছন্দ পতনে
যেন বাড়িয়ে রাখা হাত রেখে
স্পষ্ট চলে যাও তুমি আবার ভাসিয়ে ভেলা
নদী তখনও কূলকূল তরঙ্গে বিভর