Followers

Total Pageviews

Friday, July 25, 2008

নিঃশব্দতার শব্দ Nishobdhotar Shobdo



পূর্ণিমার সাদা চাদর জড়ানো নীল আকাশের গায়ে
ঝিরি ঝিরি বাতাস আর বৃষ্টির ঝাপটা
তুমি ভাসো সুখের নদীতে
তবু যেন কোথায় আমার অতৃপ্তি
যেন দেখাতে পারিনা তোমায় আকাশের বুক চিঁড়ে
ওই ওপারেও আছে শব্দহীন রঙ
যেখানে কান পেতে শুনি আমি নিঃশব্দতার শব্দ
মেঘের ভেতরে মেঘ কাটে মৃদুলা ছন্দে ধীরে ধীরে
সাদা চাদরের সাথে লুকোচুরি খেলা
আমি শুনাই তোমায় সেই লুকোচুরি শব্দ

তুমি চমকে তাকাও ফিরে
মেঘ ময়ূর যেখানে নাচে রঙ্গিন ছন্দে
আণমনা সন্ধ্যায়
শোনাই তোমায় পাতাঝরানোর গান
সবুজ অরন্যে


Purnimar shada chador jorano neel akasher gaye
Jhiri jhiri batash ar brishtir jhapta
Tumi bhasho shukher nodite
tobu jeno kothay amar otripti..
Jeno dekhate pari na tomay akasher buk chinre
oi opareo ache shobdoheen rong

Jekhane kaan pete shuni ami nishobdyotar shobdyo
Megher bhetore megh kate mridula chonde dheere dheere
shada chader shathe lukochuri khela
Ami shonai tomay shei lukochurir shobdo
Tumi chmke takao phire
Megh moyur jekhane nache rongeen chonde.

Anmona shondhay
Shonai tomay patajhorar gaan sobuj oronnye

Saturday, July 19, 2008

মায়া Maya

একাকীত্ব বিষণ্নতায়
পথ চলে স্মৃতির ছায়া
পেছনে চলি আমি
ভুলিনা তোমার মায়া

Ekakittho bishonnotay
Poth chole sritir chaya….
Pechone choli ami..
Bhuli na tomar maya

Thursday, July 10, 2008

বিচলিত একাকীত্তে Bicholito Ekakitte


গোধূলির লাল রঙে
দিন চলে গেছে বাড়ি তার আত্মভোলা পথে
তার পরে সেই মন আঁধার করা সন্ধার রাত
আমি কাটাই তোমায় বুকে নিয়ে
যেন ভোরের আলো ফুটলেই আমরা লক্ষ যোজন দূরে
যেন ভোরের আলো ফুটলেই তুমি আর আমি দুই ভুবনের অচেনা বাসিন্দা
যেন ভোরের আলো ফুটলেই আমাদের হৃদয়ের রক্তক্ষরণ চলবে অবিরাম
জ্বলবে তুমি
পু্ড়ব আমি
সেই বিচ্ছেদ অনলে

সেই মন আঁধার করে মেঘের মাঝে
তুমি খুঁজে পাও চাঁদ তারার বসবাস
চাঁদের সাম্রাজ্যে আলোকিত পূ্র্ণিমা
গ্রাস করে তোমার স্বত্তা
এরই মাঝে মেঘের লুকোচুরি
এরই মাঝে তারার হাতছানি

ধীরে ধীরে যখন মৃদু অলোকিত ভোর
রাত জাগা চোখের পাগলামি ক্লান্ত অবসন্ন
শুনতে কি পাও তুমি ফেলে আসা চাঁদের সাম্রাজ্যে পূর্ণিমার ডাকাডাকি
যেন “made for each other formula” য়
“আমারও পরাণও যাহা চায় –
শুনতে কি পাও তুমি
পাহারের ওপারে রাত জাগা বাঁশির কান্না
আর
ভোরের রাগে আমাদের ভালবাসার ছন্দময় সান্নিধ্যে
কে করবে বলোতো আমাদের বিচলিত একাকীত্তে?

Godhulir lal ronge,
din chole geche bari tar attobhola poth e
tar pore shei mon adhar kora shondhey ar raat
ami katai tomay buke niye
jeno bhorer alo futlei amra lokkho jojon dure
jeno bhorer alo futlei tumi ar ami dui bhuboner ochena bashinda
jeno bhorer alo futlei amader hridoyer roktokhoron cholbe obriam
jolbe tumi purbo ami..shei bichched onol e

shei mon adhar kora megher majhe
tumi khuje pao chand tarar boshobas
chander shamrajje alokito purnima
gras kore tomar shotta.
Eri majhe megher lukochuri
Eri majhe tarar hatchani

Dheer dheer e jokhon mridu alokito bhor
Raat jaga chokher paglami klanto obosonno
Shunte ki pao tumi fele asha chader shamrajje purnimar daka daki
Jeno “made for each other” formulay
Amaro porano jaha chay…
Shunte ki pao tumi
Paharer oparer raat jaga bashir kanna
Ar
bhorer raage amader bhalobashar chondomoy shannidhhye
ke korbe boloto amader bicholito ekakittye?