Followers

Total Pageviews

Friday, November 7, 2008

হাত বাড়ালেই ছুঁতে পাবো haat baralei chunte pabo


স্বপ্ন ছোঁয়া কথার ভিড়ে
হারিয়ে যাওয়া যখন তখন

তোমার আমার
এইতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব

দিন গড়িয়ে সন্ধ্যা নামে
কাছে ডাকে আপন টানে
মন না মানা অতীত পানে
সুর মেলাতে ক্লান্ত গানে

পতিত জমি থাকুক পড়ে
আমরা তখন অনেক দূরে
স্বপ্ন বুনি অচিনপুরে

তোমার অমার
ঐতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব


Shopno choya kothar bheer e
Hariye jawa jokhon tokhon
Tomar amar ei to shedin
Haat baralei chute pabo

Din goriye shondha nam e
Kache dake apon tan e
Mon na mana otit pane
Sur melate klanto gan e

Potit jomi thakuk pore
Amra tokhon onek dur e
Sopno buni ocheen pur e

Tomar amar ei to shedin
Hat baralei chute pabo