Followers

Total Pageviews

Monday, December 21, 2009

ব্যাথা

কিছু সময়ের পরে
আবার কিছু স্বপ্ন দেখা

হাত বারালেই তোমাকে পাওয়া
স্বপ্নগুলোর উদাসী চাওয়া





কথাগুলো সব না বলে রাখা
দেখা হলে পরে বলতে চাওয়া
বলা হয়না জমানো কথা
মনে জমা থাকে অনেক ব্যাথা

Thursday, December 17, 2009

স্বপ্ন বিচরন Shopno Bichoron

স্বপ্ন বিচরনে তুমি ছিলে সারা রাত আমার অস্তিত্তে
আমি ছিলাম ঠিক ওইখানে....তোমারই পাশে

Tuesday, December 15, 2009

আমিও ছুটি নেবো

তোমার উঠোনে আর করবোনা বিচরন......সুর্য বাড়ি গেলে আমিও ছুটি নেবো....

গভীর একটা নীল সমুদ্র


চোখ বন্ধ করলে আজো দেখি খুব গভীর একটা নীল সমুদ্র, যার ছবি আঁকা হয়ে উঠেনি, কিছুটা অভিমান, কিছুটা অবহেলায় কেন যেন নীল সমুদ্রটা আঁকা হয়ে উঠেনি কোনোদিন ।মন কাঁপানো ঢেউ এলোমেলো করেনি ভাবনাগুলো ।আমি অপেক্ষায় ছিলাম মাতাল হাওয়ায় উড়বে আমার আবাধ্য চুল, তোমার স্মৃতি, ধরবো আমি আমাদের অফুরন্ত পাগলামি দুহাত বাড়িয়ে....আচ্ছা এমন কেন হয়না যে, ইচ্ছে ঘড়ি কাটা উল্টে চলবে পিছন দিকে?

Monday, December 14, 2009

নীল সন্ধ্যা

নীল সন্ধ্যা কাঁপায় আমার স্মৃতি
আমি খোলা জানালার পাশে বসে তোমাকে ভাবি
তুমি জানিনা ভাবো কিনা আমাকে তখন
প্রহর কাটানো কষ্ট তোমা্য় ছাড়া যখন


neel shondhya kapay amar sriti
ami khola janalr pashe boshe tomake bhabi
tumi janina bhabo kina amake tokhon
prohor katano kosto tomay chara jokhon

প্রহর



রাতের নির্জনতা কাটিয়ে
শেষ গাড়ি চলে যায় যখন
তুমিকি আমার মতই অন্তহীন অপেক্ষায় প্রহর গুনে যাও ভোর দেখবে বলে?

আমার রাত কেটে যায় ঠিকই
সকাল আসে একমুঠো আলো নিয়ে
তখন আমি ক্লান্ত অনেক
প্রহর গুলো শূণ্যে দোলে

শহর

গভীর কুয়াশার বুক চিরে
কথা বলে মধ্য প্রহর
কোথায় তুমি কোথায় আমি
মাঝখানে দুটি ব্যস্ত শহর

জ্বালা

আমার মনের জ্বালা কোথায় জানো?
তোমার নিরবতাকে জিজ্ঞেস করো...
পেলে কি উত্তর? তাও পেলে না?
তবে, তুমি সবই জানো
সুখের দূখের উৎস নিয়ে
আজ সকালে পালালে কেন?

Sunday, November 1, 2009

তুমি

তুমি আমার সকাল সাঁঝে
অনেক ব্যথার গান
তবু তোমার মাঝে রাখা আছে
আমার সকল প্রাণ

tumi amar sokale shajhe

oenk bethar gaan
tobu tomar majhe rakha ache
amar sokol pran

অপেক্ষাতে

খুব সকালে
বারান্দাতে
সাদা অর্কিডে
তোমায় খুঁজি

ছিল একদিন
একটি পাখি
অপেক্ষাতে
এখন বুঝি

Khub sokale
Barandate
Sada orchid e
Tomay khuji


Chilo ekdin
Ekti pakhi
Opekkhate
Ekhon bujhi

Monday, August 3, 2009

বন্ধু


বন্ধু মানে
উষ্ণ কলি শীতল হাওয়ায় ফুটিয়ে তোলা
বন্ধু মানে মধ্য প্রহর গুনগুনিয়ে কাটিয়ে দেয়া

বন্ধু মানে মনের কথা
প্রাণের যত আকুলতা
বলতে গিয়ে থমকে থাকা
তবু যেন বলতে পারা

বন্ধু মানে জল পড়া জল
টলমলিয়ে আটকে থাকা

বন্ধু মানে খুব অসহায় কষ্টগুলো আঁকড়ে রাখা
বন্ধু মানে সব হারিয়ে আপন করে ফিরে পাওয়া

বন্ধু মানে চৌকাঠেতে পেছন ফিরে থমকে যাওয়া
বন্ধু মানে সুখ সাগরে
দূ:খগুলো উড়তে দেয়া
বন্ধু মানে অষ্ট প্রহর কষ্টগোলো ভুলিয়ে রাখা

bondhu mane ushno koli
sheetol haway futie tola

bondhu mane modhdho prohor gunguniye katie deya

bondhu mane moner kotha,
praner joto akulota

bolte gie thomke thaka
tobu jeno bolte para

bondhu mane jol pora jol
tolmolie atke thaka

bondhu mane khub oshohay koshto gulo akre rakha

bondhu mane sob harie apon kore fire pawa
bondhu mane choukathe te
pechon fire thomke jawa

bondhu mane shukh sagore
dukkho gulo urte deya

bondhu mane oshto prohor kosto gulo bhulie rakha

Friday, July 17, 2009

হাত ধরা হাত Haat dhora haat


হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত তুমি আমি
আজ হৃদয়ে শূণ্যতা অনেক
অনেক পাহাড় ডিঙ্গানো আমাদের পথ চলা
থেমে গেছিলো সেই কবে কোন কালে

হার ধরা হাত
আজ হারালো

আজ জুড়ালো
কষ্টগুলো
আজ পালালো
অতীত কথা
আজ কাদালো
অনেক স্মৃতি

hridoy nigrano bhalobashay
shikto tumi ami
aj hridoye shunnota onek
onek pahar dingano amader poth chola theme gechilo shei kobe
kon kal e
hat dhora hat
aj haralo

aj juralo
kosto gulo
aj palalo
otit koth

aaj kadalo
onek sriti

Thursday, July 9, 2009

সময়কাল


সময়কাল ভালো নয়,
সব অভিমান আজ বাধ ভেঙ্গে আমায় প্লাবিত করেছে সারাদিন
তবু জানি কোনদিন যাওয়া হবেনা আর
আমার চিরচারিত স্বপ্নভুমিতে

আমার দূঃখের আলিংগনে জড়াবো আমিই নিজেকে
সুখ এখন ওপারে


সাতার না জানা আমি খুব অসহায়



inspired by Makid Hyder.....

"যে অমারে প্রেম শেখালো
সে যেন আজ সুখেই থাকে"

Wednesday, July 8, 2009

মেঘ উড়ে গেছে


মেঘ উড়ে গেছে মেঘবালিকার সাথে
পেছনে পরে ছিল যত ভালবাসা
সব, নীল আকাশ
তবু ধরে রাখেনি মেঘবালিকাকে
কিংবা মেঘবালিকারা উড়ে গেছে তারও অনেক আগে

megh uregeche meghbalikar shathe....
pechone pore chilo joto bhalobasha
sob neel akash
tobu dhore rakheni meghbalikake
kinba meghbalikara ure geche taro onek age.......

দিশেহারা


শহরের বুকে জলধারা

অসহায় আমি

ওদিকে তুমি

শান্তির খোঁজে দিশেহারা

Tuesday, July 7, 2009

তুমি আমি

ব্যাস্ততা আমার আর তোমার মাঝে
এনেছে দূরত্ব
আজ আমি তোমাকে ভুলতে
ব্যাস্ততাকে করেছি আপন

মেঘের গায়ে আচড়


সারারাত মেঘের গায়ে আচড় কেটে

বৃষ্টি আনতে পারিনি সকালে

চৌকাঠের ওপারে ধুসর একাকীত্ত্ব

হাওয়া এসে উড়ায় চুল


চলে যায় মেঘ,বৃষ্টি, হাওয়া

রয়ে যায় এপারে একাকীত্ত্ব

Wednesday, April 22, 2009

আদ্র মনের কথোপকথন

কি নিষ্ঠুরতায়
আদ্র মনের কথোপকথন
চতুর অবহেলায় এড়িয়ে চল
আমার অবাক দৃষ্টি তোমাকে ভেদ করে দেখতে চায়
সেই রহস্য
এত অভিমান সামলে নিয়ে
ঠিক টেনে নাও দিনের শেষে
সব অবহেলা এড়িয়ে নিয়ে

নিমগ্ন আমি

গভীর ভালবাসায় নিমগ্ন আমি
তবু পাইনা খুঁজে তোমাকে গভীরে
হারিয়েছো কি তুমি?
পেয়েছি কি আমি?


gobhir bhalobashay nimogno ami

tobu pai na khuje tomake ghobhire

hariyecho ki tumi ?
peyechi ki ami?

একমুঠো রোদ্দুর


তুমি দিয়েছো একমুঠো রোদ্দুর
আমি পারিনি ধরে রাখতে তাকে চিরকালের খাঁচায়
আমার খাঁচা ভেঙ্গে গড়ায় গোধূলি,
এর পর রাত্রি

আমি তখনো ভোরের আশায়
ভৈরবী সুরে সাজানো গুছানো জীবন খুঁজি ক্লান্ত মনে

আমার স্বপ্ন বোনা আকাশ তখন অনেক দূরে
যখন তুমি আর আমি অনেক কাছে…

অভিমান বাজে

কত ক্লান্তি কত ক্ষয়
কত শান্তি
কত ভয়

সব ফেলে আসা
সব ছেড়ে যাওয়া

কথা মালা সাজে
অভিমান বাজে
কেটে যায় সুর
কাটে লয়
তবু স্মৃতিটুকু মনে রয়


koto klanti
koto khoy
koto shanti
koto bhoy

sob fele asha
sob chere jawa

kotha mala shaje
obhiman baje

kete jay shur
kate loy

tobu smriti tuku mone roy

একা

অনেক সাদা অনেক একা
তবু জেন ভালো থাকা



onek shada onek eka
tobu jeno bhalo thaka...

বরষা আমারই অপেক্ষায়

বহুদিন পর এসেছে ঝড়, বন্যা, রোদ্দুর আর মেঘ
একসাথে আমার উঠোনে
এখনি নামবে ঘর দোর ঝাপিয়ে বরষা


সব না পাওয়া আজ জোড়া লাগানোর দিন
তবু হিসেবের খাতা খুজে ফিরি
তবু মনের কোনায় মিটমিট করে আশা
যদি পাই দেখা একবার
সব ঝড় জলে ধুলোমাখা স্মৃতি হবে জানি

তবু একবার
জানি ক্ষমা নেই
কারন কথা রাখিনি শুকতারা সাক্ষী রাখা সেই সন্ধ্যার
একসাথে চলা পথ অনেক আগেই ঠিকানা বিহীন
তবু দরজার কড়া নাড়া শব্দেছুটে যাওয়া বারেবারে
পুরোনো অভ্যেস বলে কথা……কিন্তূ এও জানি দরজার ওপারে ঘোর বরষা আমারই অপেক্ষায়

অত:পর মেঘবালিকারা....


অত:পর মেঘবালিকারা উড়েযায়
গন্তব্যহীন উড়াউড়ির ঠিকানায় পৌছুবেনা
স্বপ্নের দেশে কোনদিনও
জেনে যায় ভালোবেসে

অত:পর মেঘবালিকারা..
ফেরা হয়না আর.....

অনেক হাসি আর কান্নার ঢেউ প্লাবিত করে
অত:পর মেঘবালিকারা....

Thursday, March 5, 2009

সময় কোথায় সময় দেবার

স্বপ্ন বোনার মধ্য প্রহর
হাতরে চলি স্মৃতির দেয়াল
তখন তুমি ব্যস্ত কোথাও
সময় কোথায় সময় দেবার?

ভালই ছিলাম একলা কোনে
তুমি যদি রঙ ছড়ালে
কেন তবে রঙধণু মন
ফিরলো না আর আবির নিয়ে?

sopno bonar modhdho prohor
hatre choli sritir dewal
tokhon tumi besto kothao
somoy kothay somoy debar?

Bhaloi chilam ekla kone
Tumi jodi rong chorale
Keno tobe roghdhonu mon
Firlo na ar abeer niye?

Friday, January 30, 2009

আজ সকালে Aaj sokale

আজ সকালে তুমি বললে আমাকে ভাবছিলে
আমি বললাম কোন সকালে ভাবো না?????

Sunday, January 25, 2009

অসমাপ্ত লেখা Oshomapto Lekha

আগের লেখা..........

মাঝে মাঝে
খুব একা মনে হয় নিজেকে
এত আপনজনের ভিড়ে
সব চেনা মুখ সরে যায়
আটপৌরে জীবন থেকে খসে পরে লজ্জা ঘৃনা ভাব ভালোবাসার বসন

চিন্তাহীন আমি ভাবনাহীন তোমাকে মনে হয় দূরের নক্ষত্র
যত কাছে আসো তুমি তত দূরে যাই



..আজ...

এখন ভর সন্ধ্যা........
তুমি তোমার মত, আমি আমার মত
খুব সচেতনযেন কেউ কারও মগ্নতায় বিরক্তি না নিয়ে আসি

তোমার দৃষ্টি ডিজিটাল মনিটরের মন মাতানো নাচ গানের ট্যালেন্টে
আমার দৃষ্টি জানালার সীমারেখা অতক্রম করে নিভৃত আকাশে যেখানে ইচ্ছা, স্বপ্ন, হতাশা, অপেক্ষা করে বোঝাপরার
যেখানে হাতরে খুজি নক্ষত্রের জ্যোতি
যদি দেখা মেলে?

অন্ধকার পথ পারি দিচ্ছি জানি দুজনেই তবু যদি দেখা মেলে
অপেক্ষার ইতি টেনে..
খুব সচেতন
যেন সপ্ন না ভাঙ্গে
না তোমার না আমার



তারপর....

আজও শেষ করলাম না

Tuesday, January 13, 2009

তখন নেই আমি

রেখে গিয়েছিলে শূন্যতায়
উত্তরীয় হাওয়া করেছে
মাতাল এদিক ওদিক দোলা দিয়েছ মন
উড়েছে আচঁল কেঁপেছি আমি
বিজয়ীর বেশে সেই এলে তুমি
আর তখন নেই আমি


কত শত দিন ডেকেছি তোমায়
আমার সেই ডাক
কুয়াশা ভেদ করে করেনি তোমায় স্পর্শ
আমি হাতরে গেছি আকুল বিশ্বাসে
জানিনি কখনো ছিলেনা নিশ্বাসে
তবু একদিন বিজয়ীর বেশে সেই এলে তুমি
আর তখন নেই আমি

তুমি নেই পাশে

সাগর সেঁচে মুক্তা আনা ভালবাসা ছিলনা কোনদিন এই হৃদয়ের মাঝে
তবু দূরের কাঁসার ঘন্টা যখন কুয়াশার হীম রাত্রি অতিক্রম করে এসে বেঁজে উঠে এইবুকে, তখন মনে হয় আরো অনেক কিছু কথা ছিল হয়ে উঠেনি
মনে হ্য় ফিরে যাই সেই শূন্যতায় যেখানে ছিল আমাদের সূচনা..

ভাবতে ভাবত ঘুমে ঢুলু ঢুলু চোখ ...পাশে হাতরে খুঁজি তোমাকে..ঘুমের মাঝেই মুচকি হাসি..জানি পাবোনা তোমাকে...তুমি নেই পাশে...

অত শত প্রেম ভালোবাসায় উথাল পাথাল দিন রাত..অত শত খুনসুটি..মন না মানা অলস দুপুর..ক্লান্ত পাখির অযথা খুঁটে খাওয়া
পড়ন্ত রোদ্দুরে..তুমি থাকো আমার পাশেই..কিন্ত হাত বাড়ালেই নেই পাশে

অথচ আমাদেরও কথা ছিল কড়ায় গন্ডায় আদায় করে নেব সুখ একে অপরের কাছ থেকে..কথা রেখেছি দুজনেই..
আদায় করেছি ঠিকই..তবে সুখ নয় দু:খ
আজ ভাবি আদায় করি সুখ এবার..আর কতকাল রাখবো ক্ষুধার্ত থাবাকে ঘুম পাড়িয়ে..
তুমি যে নেই পাশে...
Sagor sheche mukta ana bhalobasha chilo na konodin ei hridoye
Tobu dur e kanshar ghonta jokhon kuashar heem ratri otikrom kore eshe beje uthe ei buke, tokhon mone hoy aro onek kichu kotha chilo, hoye utheni
Mone hoy fir e jai shei shunnotay jekhane chilo amader shuchona

Bhabte bhabte ghum e dhulu dhulu chokh…pashe haatre khuji tomake…ghumer majhei muchki hashi…jani pabo na tomake..tumi nei pashe…

Oto shoto prem bhalobashay uthal pathal din rat..oto shoto khunshuti,,,mon na mana olosh dupur..klanto pakhir ojotha khute khawa poronto roddure…tumi thako amar pashei ..kintu haat baralei nei pashe..

Othocho amadero kotha chilo koray gonday aday kore nebo shukh eke oporer kach theke..kotha rekhechi dujonei..aday korechi thik e…tobe shukh noy dukkho.
Aaj bhabi aday kori shukh ebar…ar kotokal rakhbo khudarto thaba keg hum pariye…tumi je nei pashe…