Followers

Total Pageviews

Monday, December 21, 2009

ব্যাথা

কিছু সময়ের পরে
আবার কিছু স্বপ্ন দেখা

হাত বারালেই তোমাকে পাওয়া
স্বপ্নগুলোর উদাসী চাওয়া





কথাগুলো সব না বলে রাখা
দেখা হলে পরে বলতে চাওয়া
বলা হয়না জমানো কথা
মনে জমা থাকে অনেক ব্যাথা

Thursday, December 17, 2009

স্বপ্ন বিচরন Shopno Bichoron

স্বপ্ন বিচরনে তুমি ছিলে সারা রাত আমার অস্তিত্তে
আমি ছিলাম ঠিক ওইখানে....তোমারই পাশে

Tuesday, December 15, 2009

আমিও ছুটি নেবো

তোমার উঠোনে আর করবোনা বিচরন......সুর্য বাড়ি গেলে আমিও ছুটি নেবো....

গভীর একটা নীল সমুদ্র


চোখ বন্ধ করলে আজো দেখি খুব গভীর একটা নীল সমুদ্র, যার ছবি আঁকা হয়ে উঠেনি, কিছুটা অভিমান, কিছুটা অবহেলায় কেন যেন নীল সমুদ্রটা আঁকা হয়ে উঠেনি কোনোদিন ।মন কাঁপানো ঢেউ এলোমেলো করেনি ভাবনাগুলো ।আমি অপেক্ষায় ছিলাম মাতাল হাওয়ায় উড়বে আমার আবাধ্য চুল, তোমার স্মৃতি, ধরবো আমি আমাদের অফুরন্ত পাগলামি দুহাত বাড়িয়ে....আচ্ছা এমন কেন হয়না যে, ইচ্ছে ঘড়ি কাটা উল্টে চলবে পিছন দিকে?

Monday, December 14, 2009

নীল সন্ধ্যা

নীল সন্ধ্যা কাঁপায় আমার স্মৃতি
আমি খোলা জানালার পাশে বসে তোমাকে ভাবি
তুমি জানিনা ভাবো কিনা আমাকে তখন
প্রহর কাটানো কষ্ট তোমা্য় ছাড়া যখন


neel shondhya kapay amar sriti
ami khola janalr pashe boshe tomake bhabi
tumi janina bhabo kina amake tokhon
prohor katano kosto tomay chara jokhon

প্রহর



রাতের নির্জনতা কাটিয়ে
শেষ গাড়ি চলে যায় যখন
তুমিকি আমার মতই অন্তহীন অপেক্ষায় প্রহর গুনে যাও ভোর দেখবে বলে?

আমার রাত কেটে যায় ঠিকই
সকাল আসে একমুঠো আলো নিয়ে
তখন আমি ক্লান্ত অনেক
প্রহর গুলো শূণ্যে দোলে

শহর

গভীর কুয়াশার বুক চিরে
কথা বলে মধ্য প্রহর
কোথায় তুমি কোথায় আমি
মাঝখানে দুটি ব্যস্ত শহর

জ্বালা

আমার মনের জ্বালা কোথায় জানো?
তোমার নিরবতাকে জিজ্ঞেস করো...
পেলে কি উত্তর? তাও পেলে না?
তবে, তুমি সবই জানো
সুখের দূখের উৎস নিয়ে
আজ সকালে পালালে কেন?