Followers

Total Pageviews

Friday, December 31, 2010

বদলে যাওয়া তুমি আজ অনেক অন্যরকম

পাহাড় সমান স্মৃতি নিয়ে আমরা
দুজনেই জীবনের কাছে নতজানু
কোন সুপ্ত অভিমানে হয়না যোগাযোগ – একেবারেই
কিন্তু দুজনেই জানি ভাবি দুজনকে দিন রাত সারাক্ষন
ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখে নেই প্রতিদিন একবার
কোন সুখ ফেলে রেখে কোন দুঃক্ষকে অকারনে লালন করে যাই

আজ বহুদিন পর প্রাণখুলে কথা হলো
অভিমানে বাঁধ ভাঙ্গেনি আমাদের
তবে আজ মনে হলো বদলে যাওয়া তুমি আজ অনেক অন্যরকম
জানিনা আমিও আজ অন্য রকম কিনা তোমার কাছে?

Wednesday, December 8, 2010

তুমি

চক পাউডারে লেখা
জীবনের আঁকিবুকিগুলি এবার মুছে ফেলার পালা
আমি ব্যস্ত হাতে যতই মুছে যাই
লেখাগুলো পেছন ফিরে হাসে আমায় দেখে
আর তুমি তখন দুরে বসে বল
মেয়ে এবার বোঝো জীবনের যন্ত্রনা
এবার তোমার পালা
তুমি বল, মেয়ে তুমি মুছে যাও
আমি দেখি -

ঘাসফুল

ঘোর বরষায় স্মৃতির মেঠোপথে
পা পড়লেই ঘাসফুল ফোটে

Friday, November 5, 2010

ভালোবাসা

এক আকাশ ভালোবাসা নিয়ে
দুজনেই স্থির বসে আছি
মুখোমুখি তাকানো হয়না
সে অনেকদিন -
এভাবেই একদিন শেষ হবে অপেক্ষার দিনগুলি
রাত হবে ভোর হবে
সন্ধ্যা নামবে অভিমানী পৃথিবীর বুকে
দূর আকাশের শুকতারা পথ দেখাবেনা আর তোমাকে আমাকে – আমাদের ।

আমাদের অস্তিত্তে খেলা করা স্মৃতির শিশুরা
কেঁদে ফিরে তাকাবেনা আমাদের দিকে -

বিষন্ন মানুষগুলো হেটে যাবে নিজ নিজ অলিগলি পেরিয়ে
প্রিয়জন তবু রয়ে যাবে অনেক দূরে ।

Sunday, October 3, 2010

আমি

কাঁটাতারে অনুভূতিহীন আমি
আমার ক্ষতবিক্ষত পরাজয়ের পতাকা
তোমার বেলাভুমিতে ওড়ে রাত দিন

Sunday, September 19, 2010

প্রশ্ন

ভিতর বাইরে অনেক প্রশ্ন - আমি কি ভাবি, তুমি কি ভাবো? 
কার ভাবনায় কতটা গভীরতা কিংবা শূণ্যতা। 
তুমি কি আমার  ছিলে কোনদিন? নাকি আমি পাইনি তোমাকে আমার মত করে? 

Saturday, September 4, 2010

বলতো

এ কেমন দিন কাটাই
বলতো?
জীবনের জলপরীরা সব আঁকিবুকি কেটে ফাঁকি দিলো কেন
বলতো?
জলমগ্ন স্তব্ধতায় তোমাকেতো আমি ঠিকই শুনতে পাই। শুনে যাই।
তবু কেন পাইনা তোমাকে আমার মত করে?
বলতো?

Wednesday, September 1, 2010

অবহেলার খামখেয়ালী ইচ্ছে

আজ মন বড় এলোমেলো
তুমি কি তা  বুঝতে পারো?

আজ আমার আকাশের শুকতারা নিয়েছে ছুটি
সে কি আজ তোমার উঠোনে খেলা করে?

আজ তুমি সারাদিন আমিতে মাখামাখি
সে কি তোমার অবহেলার খামখেয়ালী ইচ্ছে?

আজ নিজের সাথেও কথা বলতে ইচ্ছে নেই
আজ কি তোমার আমার  শব্দহীন কথা হবে?

অনন্তকালের গল্প জমে আছে।

Monday, August 23, 2010

এক চাঁদ দূরত্ত্ব

কিছু কিছু মানুষ কেবল কষ্ট দিয়ে যায়
কিছু সয় সেই সব …
তার মধ্যে আমি তুমি দুজনাই আছি

কিছু মানুষ বোঝেনা কতটা ভালোবাসা
যেমন তুমি, যেমন আমি
আমরা কিছুই বুঝিনি
না বুঝে ভালোবাসার দিন রাত্রি কাটাই
মাঝে এক চাঁদ দূরত্ত্ব

Friday, July 23, 2010

অপেক্ষা

দূর আকাশে পড়ন্ত তারা
মেঘবালিকা দিশেহারা
বুকের মাঝে অভিমানের খাঁজকাটা কোটরে
তুমি শুধু তুমি দেবদূত ।

কত দূরে কত কালে
দেখা পাবো
কত শত প্রহর গুনে
শেষ হব ।

Sunday, July 4, 2010

তুমি আমি

একটা মাটির প্রদীপ জ্বলেছিল আবিকল সেদিনের মত।
তুমি ছিলে দাঁড়িয়ে দরজার ওপারে।
আমি চৌকাঠ পেরিয়ে তোমাকে ভাবিনি।
তুমি প্রদীপ জ্বালিয়ে আমাকে খোজোনি।
আমি সরলতার আড়ালে তোমাকে রাখিনি।
তুমি দুহাত ধরে আমাকে ডাকোনি।
আমি তোমারই চিরদিন, এমনই ভেবেছি।
তুমি আপন করে কাছে টানোনি।

অজানা

মনের গভীরের এই শূণ্যতা কখনো নামে কখনো নামেনা,

তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।
নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন স্মৃতিতে তোমাকে ভাবা

কতটা ভালোবাসা জমানো আছে
জানতে চাওনি,
আমিও বলিনি

দেখা হবে আবার কবে?
আমার তোমার?
অথবা তোমার আমার? আমাদের?

শুনে যেও জমানো ভালোবাসার ইতিহাস
যদি সময় হয়   কখনো।

এভাবে কেউ কাউকে একা রাখে?
যেভাবে আমি রেখেছি তোমাকে আর তুমি রেখেছো আমাকে?

রাত কাটেনা

স্মৃতি মুছে নিয়ে গেলেও
ছিটেফোটা পরেছিল কিছুদিন এদিক ওদিক
শত  অবজ্ঞাতেও
পিছুটান ফেলে এগোতে না পারা  আমরা
একদিন যেদিন আবার আমাদের একটা বোঝাপড়ার দিন হবে
তুমি নিয়ে যেওতো সব  ফোঁটায় ফোঁটায় জমানো  কষ্ট
খুব যন্ত্রনা নিয়ে দিন পার হয়
রাত কাটেনা।

Thursday, July 1, 2010

বিবাগী হাওয়া

নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন করে তোমাকে ভাবা
নতুন করে হাটবো কবে?
হাতে নিয়ে সেই চিরচেনা হাত।

Friday, June 18, 2010

অস্তিত্ত্ব

কখনো আনমনে হাত বাড়িয়ে দেখেছো আমি তোমার অস্তিত্ত্বে ঠিকঠাক আছি কিনা?

Tuesday, June 8, 2010

ঠিকানা Thikana

আমার পুরানো খাতার একটা ভাঁজে ছিল তোমার ঠিকানা,
খাতা পুড়েছে অবিশ্বাসের অনলে,
আজ কেন যেন মনে হয় অবিশ্বাসের সাথে সাথে
বিশ্বাসের কিছু অনু পরমানু পুড়েছিল সেদিন।

Monday, June 7, 2010

একলা আমি

সেই তো একটি শালিক
আঙ্গিনায় একলা খেলে...
সেই কবে তুমি এলে...
দৌড়ে দরজা খুলি..
সেই একই নিরবতা...
থমকে পিছন ফিরি।

Thursday, May 27, 2010

আমি ami

স্বপ্নহীন এক টুকরো রাত,
স্বপ্নময় তুমিতে মাখামাখি...
একা এক উদভ্রান্ত ছিলাম আমি...
এখন দেখি এমন পাগলামিতে অনেকেই অভ্যস্ত।

Wednesday, May 26, 2010

তোমাকে ভাবে লীলাবালী tomake bhabe leelabali

 লীলাবালী    ১                                  
 স্মৃতি

অসময়ে স্মৃতির পাতা উল্টে ভাবে লীলাবালী ...
আজ দিনটা কি ঠিক এইসব ভাবাভাবির জন্য?
নাকি অন্য আরেকদিন হবে স্মৃতির সাথে বোঝাপরা?
তবে অন্যদিন যদি মন সায় না দেয়? তবে?
আজই হোক তোমার স্মৃতিতে আমার ডুব সাতার।




লীলাবালী ২
কোন ক্ষণে

সবুজ ঘাসের অচেনা ঘাসফুল,
ভোরের শিশির অশ্রু ছোয়াঁয় মনে,
লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে



লীলাবালী ৩
বৃষ্টি

অঝর ধারার বৃষ্টিরও তবু একসময় ক্লান্তি আসে...তবু তোমার আর সময় হয়না আমার চৌকাঠে পা রাখবার...বৃষ্টি ভেজা ভোরে আমি রাতজাগা একলা মানুষ। তুমি নেই কেন এ প্রশ্ন আজ নিজেও ক্লান্ত মনে মুচকি হাসে। হাসে লীলাবালীও ...বিসন্ন  চোখে ।

লীলাবালী ৪
খেয়ালী দিন

এক একটা দিনে খেয়ালী হাওয়া তোমায় পাঠাই, ফিরে আসে স্পর্শ নিয়ে তোমার - ভাবে লীলাবালী এমন দিনে একটা খেয়ালী স্বপ্নতো দেখাই যায়।

Saturday, May 22, 2010

তোমার সাথে কথা

জীবনে হাসি গানে
তুমি আছো আগের মতই

না হয় দেখা নাই
না হয় হয়না কথা
না হয় হাতে রাখা হয়না হাত

তবু
আজো হাত বারালেই তুমি
চোখ বুজলেই স্বপ্ন
আর মনে মনে সারাদিন হয় অনেক কথা

চিঠি

হাতে লেখা চিঠি
খুঁজে না পেয়ে
সারাদিন নিজের সাথে নিজের অভিমান
তুমি কেন খুঁজে দিয়ে গেলেনা?
কেন ভাঙ্গালেনা অভিমান?

লীলাবালী

সবুজ ঘাসের অচেনা ঘাসফুল,
ভোরের শিশির অশ্রু ছোয়াঁয় মনে,
লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে

তুমি

তুমি কি এখন রোজকার মধ্যবিত্ত জীবনে?
নাকি রাতে ঘুম না আসা চিন্তার বিলাসিতায়?
নাকি তোমার বুকের উপরে কারও ঘুমন্ত হাত?
তুমি কি জীবন নিয়ে ক্লান্ত?
তুমি কি সেই তেমনি?
নাকি এখন তোমার মতই তুমি?

Tuesday, February 23, 2010

সুখগুলো ঠিকঠাক আছে কিনা

বলেছিলে অনেক সুখি দেখায় আমাকে
আমি নাকি শান্তির খোঁজে আছি
আজ তাকিয়ে দেখোতো অনেক শান্ত লাগে কিনা?
শান্তি আমার অষ্টেপৃষ্ঠে জড়ানো চাদর আজ
তার ভাজে ভাজে খুঁজে দেখোতো সুখগুলো ঠিকঠাক আছে কিনা?

Friday, February 19, 2010

তোমাকে নিয়ে ইচ্ছেগুলো tomake niye ichchegulo

 লেখা ১

এ বড় আজব ইচ্ছে আজ, নদী, ঘাস, পাতা, আকাশ - সব ছেড়ে এখন আমার সাধ, ভাঙ্গাচোড়া একটা ঝুরঝুরে ট্যাক্সিতে চড়ে, তোমার সাথে ঘুরি প্রিয় এই শহরে, একটু শীত একটু হাওয়া, স্পর্শ আছে অগোচরে, সাথে রেডিও ফুর্তি............শুধু ট্যাক্সি আমাদের ছিনতাই না করলেই খুশি, আর যদি করেই ফেলে.......তবে রাস্তা্য নেমে গাইতে হবে.....দো দিওয়ানে শেহেরমে...........


 লেখা ২

ভাংগা ট্যাক্সির আইডিয়াটা আপাতত তুলে রাখলাম, তার চেয়ে চল..অন্য কিছু ভাবি.যেমন ধর..একটা রেস্টুরেন্টের মলিন টেবিলে সামনা সামনি বসে থাকা, তুমি তোমার ভাবনায়, আমি আমার ভাবনায় মগ্ন. তবু বসে আছি..চা্য়ের কাপটা অবহেলা্য শীতল, তবু বসে আছি....উঠে যাওয়া দরকার কিন্তূ উঠতে ইচ্ছা নেই কারো.এমন অবস্থায় আমি বলি...আসি..তুমি বলো.হুম...এই ...

 লেখা ৩

আচ্ছা ট্যাক্সি ক্যাবে ঘুরাঘুরি আর চায়ের টেবিল থাক্। খুব ইচ্ছা এখন রাতের ট্রেনে উঠে পড়ি। শহর, পাহাড়, তেপান্তরের মাঠ, ঘাট সব পেরিয়ে তোমার সাথে পৌছে যাই আজ সেই জায়গায়, যেখানে দুজনের একসাথে কখনো যাওয়া হবেনা বলেই ভেবেছিলাম। কিন্ত কল্পনায় যখন তোমাকে নিয়েই ভাববো, কেন তবে প্রিয় জায়গাটাকে কাছে টেনে নিবো না? বলোতো? ভোর হবে হবে এমন সময় ট্রেন থেকে নামবো...ভয় পেওনা....সবতো কল্পনা মাত্র

লেখা ৪

ট্যাক্সি ক্যাব, চায়ের কাপ, রাতের ট্রেন থাক, কল্পনা আর বাস্তবের ভাব নাই নিজেদের মধ্যে – অনেক পুরানো ঝগড়া ওদের মাঝে। আর কল্পনার তোমাকে তো বাস্তবে আমার চেনার সুযোগই হয়নি। তবু মন থুব বলে একবার মিলিয়ে দেখি। কাটাকুটি করে দেখি কে হারে কে জিতে – কল্পনার তুমি না বাস্তবের তুমি? বাস্তবে এখন কিন্ত তোমার আর আমার দেখা হতেই পারতো –তাই না? কেন হলোনা জানো? কারন কল্পনায় তুমি দারুন একটা মানুষ, বাস্তবে যাচ্ছেতাই...

লেখা ৫

ইচ্ছেগুলো উড়াই এসো, তোমার সাথে.......কল্পনা আর বাস্তবের টানাটানি আপাতত থাক...কি চাই বলোতো তোমার কাছে? অথবা তুমি কি চাও? কোন হিসেব মিলবেনা জানি, তবু কেন এত চাওয়া আর না পাওয়ার হতাশা?আজ সারাদিনে তুমি কি জানো কতবার ভেবেছি তোমার কথা? আমিও কি জানি তুমি ভেবেছো কিনা? জানিনা...আচ্ছা বলোতো..বাস্তব পৃথিবীকে পা্যে ঠেলে যখন নেমে আসি তোমার কল্পনায়..তখনও কি আমি তোমার কাছে রমনীয়? তোমারও কি আমার মতই মনে হয় এজন্মে তোমার আমার পরিচয় হওয়া কি খুবই প্রয়োজন ছিল? আচ্ছা কল্পনায় আমাকে তো রাত দিন বলো ভালোবাসো, বাস্তবেওকি তাই? কোনোদিনতো জানা হলো না..

লেখা ৬

সেদিনের সেই ইচ্ছেগুলোর ওড়াউড়ি থাকনা এখন..যা হবার না তা নিয়ে এত ভাবনা চিন্তারই বা কি দরকার? তুমি কোন দেশ কোন বেশে থাকো তা আমার জানা নাই...কারন কল্পনার তুমি সারাক্ষণ আমার পাশেই থাকো। আজ আমার ছুটির দিন। আচ্ছা আজ কি তোমারও ছুটির দিন?ছুটির দিনে তুমি কি অনেকক্ষণ ঘুমাও? ঘুমালে তোমাকে কেমন দেখায়? তুমি জানোনা...কারন ঘুমালে তুমি তোমাকে দেখতে পাও না...আমি দেখতে পাই। ঘুমালে তোমাকে তোমার মতই দেখায়। কখন উঠবে বলোতো? উঠেই কি এক কাপ চা লাগে তোমার? খবরের কাগজ? চা দেয়া যেতে পারে কিন্ত্ত খবরের কাগজ দেয়া যাবে না..কারন তুমি চায়ের কাপ নিয়ে পড়বে আমাকে..খবরের কাগজ পড়বে সন্ধ্যাবেলা..যখন আমি ব্যস্ত থাকবো টেলিফোনে.....অনেক দূর থেকে কল করা কোনো হারানো বন্ধুর হাসির শব্দে..


লেখা ৭
তোমার কি খুব রাগ? মাঝে মাঝে ভাবি। আমার জানা হয়নি কখনো তুমি খুব রাগী কি না। যতক্ষন ভাবনায় থাকো, আমি মেতে থাকি ভাব ভালোবাসার হিসেব মিটাতে..সেখানে রাগ, মান, অভিমানের জায়গা করে নেওয়ার সুযোগ কোথায়?

লেখা ৮

আচ্ছা বলোতো? অকারনে এত অহঙ্কার কেনো তোমার? আমাকে এত কষ্ট দিয়ে কি সখ তোমার? আমি কি তোমার মন গড়া সেই মেয়ে যার ভাব ভালোবাসে লুপ্ত হয়েছে সেইদিন যেদিন থেকে সে তোমার জীবনে পাকাপোক্ত আসন নিলো?

লেখা ৯

ভালোবাসা একটা বিশ্বাসের ব্যাপার। তোমার কাছে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় কতটুকু আমাকে বিশ্বাস করো? তাহলেই যেন জেনে যাবো ঠিক কতটুকু ভালোবাসো আমাকে। কথাটা শুনে কি তুমি মুচকি হাসবে? বলবে আমি একটা পাগল? সে তো জানা কথা… তোমাকে নিয়ে আমার দিন রাতের এই পাগলামীর জন্যইতো আমি এত বিখ্যাত। আচ্ছা বলতো পৃথিবীর কোন প্রান্তে বসে আজ তুমি এই লেখাটা পড়ছো আর হাসছো?

লেখা ১০

আচ্ছা বলতো সবুজ ঘাসে পা ফেলেই কেনো তোমার কথা মনে এসেছিলো সেদিন? বিরহি আকাশ  তখন অভিমানী,  মনে  মেঘের  আনাগোনা,  জোৎস্না নিংড়ানো বৃষ্টি ভেজা ঘাসে আমার স্পর্শ তুমি কি টের পেয়েছিলে? বলতো?

লেখা ১১

নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন স্মৃতিতে তোমাকে ভাবা

কতটা ভালোবাসা জমানো আছে
জানতে চাওনি,
আমিও বলিনি

দেখা হবে আবার কবে?
আমার তোমার?
অথবা তোমার আমার? আমাদের?
শুনে যেও জমানো ভালোবাসার ইতিহাস
যদি সময় হয় কখনো।
এভাবে কেউ কাউকে একা রাখে?
যেভাবে আমি রেখেছি তোমাকে আর তুমি রেখেছো আমাকে?

বিরহিনী চাঁদ

সেই নীল জোছনা্য়
তোমার আমার বিরহিনী চাঁদ
দূ:খ বেদনা্য় মাখামাখি
রাতের কান্না শুনেছিলে কি?
আমি কেন শুনিনি?

Saturday, February 13, 2010

এক ফাগুনে কাটিয়েছিলাম

সময় তখন দারুন

আজ ফাগুনে ভুলগুলো সব

জ্বলে পুড়ে আগুন

Monday, February 8, 2010

তুমি আছ বলে

তুমি আছ বলে

এই দূ:খ দূ:খ খেলায়
আজ আমিও পরাজিত স্বীকার করি

তুমি আছ বলে
আমার আজন্ম স্বাদ আরো ভালোবেসে যাবার

তুমি আছ বলেই
আমাদের মাঝে না পারার দেয়াল

Sunday, January 31, 2010

কোনদিনও


এত দূ:খের পৃথিবীতে

কেন তবু শুভ্র তুষারপাত
কেন অচেনা ডাক
চেনা মনে হ্য়
দূরের বাঁশিওয়ালা
হরানো পথ খুঁজে পায় কিনা জানা হয়না কোনদিনও

Sunday, January 24, 2010

তারপর, সেদিন ছিলো অন্যদিন


তারপর, সেদিন ছিলো অন্যদিন

অন্য দিনের মতই আমার অন্য চলাফেরা
অন্যদিনের ছন্দপতনে ছিলো দ্বিধা, ছিলো ভ্রান্তি
অন্য কথা, অন্য ব্যথা, অন্য হতাশা, অন্য ভালোবাসা

এরপরও..
অন্য আকাশে, একই ভালোবাসা
অন্য পৃথিবীতে একই কষ্ট
অন্য সুখে, একই কাঁপন
অন্য দু:খে একই অশ্রু

elomelo


ইচ্ছে গুলো উড়াই এসো
তোমার সাথে
নীল কষ্টের গ্যাস বেলুনে

উড়ুক আমার লুপ্ত ইচ্ছা
গুপ্ত সাধের মেঘমালায়

উড়ুক আমার লুপ্ত ইচ্ছা

-----------

ইচ্ছেগুলো অত:পর
রয়েই যায় বাক্স বন্দী
সাধের মেঘমালা
থামায় ক্লান্ত ওড়াউড়ি

লুপ্ত ইচ্ছা সুপ্ত তখন
যখন আমরা বিরহ নদী