Followers

Total Pageviews

Thursday, May 27, 2010

আমি ami

স্বপ্নহীন এক টুকরো রাত,
স্বপ্নময় তুমিতে মাখামাখি...
একা এক উদভ্রান্ত ছিলাম আমি...
এখন দেখি এমন পাগলামিতে অনেকেই অভ্যস্ত।

Wednesday, May 26, 2010

তোমাকে ভাবে লীলাবালী tomake bhabe leelabali

 লীলাবালী    ১                                  
 স্মৃতি

অসময়ে স্মৃতির পাতা উল্টে ভাবে লীলাবালী ...
আজ দিনটা কি ঠিক এইসব ভাবাভাবির জন্য?
নাকি অন্য আরেকদিন হবে স্মৃতির সাথে বোঝাপরা?
তবে অন্যদিন যদি মন সায় না দেয়? তবে?
আজই হোক তোমার স্মৃতিতে আমার ডুব সাতার।




লীলাবালী ২
কোন ক্ষণে

সবুজ ঘাসের অচেনা ঘাসফুল,
ভোরের শিশির অশ্রু ছোয়াঁয় মনে,
লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে



লীলাবালী ৩
বৃষ্টি

অঝর ধারার বৃষ্টিরও তবু একসময় ক্লান্তি আসে...তবু তোমার আর সময় হয়না আমার চৌকাঠে পা রাখবার...বৃষ্টি ভেজা ভোরে আমি রাতজাগা একলা মানুষ। তুমি নেই কেন এ প্রশ্ন আজ নিজেও ক্লান্ত মনে মুচকি হাসে। হাসে লীলাবালীও ...বিসন্ন  চোখে ।

লীলাবালী ৪
খেয়ালী দিন

এক একটা দিনে খেয়ালী হাওয়া তোমায় পাঠাই, ফিরে আসে স্পর্শ নিয়ে তোমার - ভাবে লীলাবালী এমন দিনে একটা খেয়ালী স্বপ্নতো দেখাই যায়।

Saturday, May 22, 2010

তোমার সাথে কথা

জীবনে হাসি গানে
তুমি আছো আগের মতই

না হয় দেখা নাই
না হয় হয়না কথা
না হয় হাতে রাখা হয়না হাত

তবু
আজো হাত বারালেই তুমি
চোখ বুজলেই স্বপ্ন
আর মনে মনে সারাদিন হয় অনেক কথা

চিঠি

হাতে লেখা চিঠি
খুঁজে না পেয়ে
সারাদিন নিজের সাথে নিজের অভিমান
তুমি কেন খুঁজে দিয়ে গেলেনা?
কেন ভাঙ্গালেনা অভিমান?

লীলাবালী

সবুজ ঘাসের অচেনা ঘাসফুল,
ভোরের শিশির অশ্রু ছোয়াঁয় মনে,
লীলাবালী সিক্ত মনে ভাবে,
তারে ছিল একবার দেখিবার --কোন ক্ষণে

তুমি

তুমি কি এখন রোজকার মধ্যবিত্ত জীবনে?
নাকি রাতে ঘুম না আসা চিন্তার বিলাসিতায়?
নাকি তোমার বুকের উপরে কারও ঘুমন্ত হাত?
তুমি কি জীবন নিয়ে ক্লান্ত?
তুমি কি সেই তেমনি?
নাকি এখন তোমার মতই তুমি?