Followers

Total Pageviews

Friday, August 26, 2011

বিষণ্ণ স্লেট


বিষণ্ণ স্লেটে আঁকিবুকি কাটে জ্যোৎস্না
তুমি হেটে যাও আনমনে
আমি তখনও দাঁড়ানো তোমারই আঙ্গিনায়

কুয়াশার চাদরে ছায়া দেখে যাই
মেঘ ছাপানো বৃষ্টিতে চিরকালের মায়া
ঠিকই ছিল ।
হাতে কি হাত ছিল?
এমন কি কথা ছিল?

Saturday, August 20, 2011

নক্সী গল্প


ধূসরে ছড়ানো গাংচিল
সেদিন মেঘ ভেঙ্গে নেমেছিল বৃষ্টি
চোখ খুঁজে  ফিরে হারানো সুখ
মন ফিরে যায় পিছুটানের নক্সী গল্পে
বালুচরী আঙ্গিনা ছটফট করে কষ্টে

Monday, August 1, 2011

ইচ্ছে ডানায় তুমি আমি

ইচ্ছে ডানায় তুমি আমি
আজ ইচ্ছেগুলোই শুকনো পাতা
উড়ে বেড়ায় বালুচরে
ধরতে গেলে পালিয়ে বেড়ায়
অসীম নীলের অরণ্যতে

Wednesday, July 13, 2011

বনলতা তোমায় মনে করি

পাখীর নীড়ের মত চোখ, মেঘ রাশি চুল,
শ্রাবস্তীর কারুকাজের মুখ -  কিছুই নেই ...
শান্তি ও দুদন্ড দিতে পারি নি ...তবু মুখোমুখি বসেই থাকা হয় জীবনের সব লেন দেন শেষে ।

Tuesday, June 14, 2011

বিরহিনী রাত

ঘাস ফরিং এর এখন জোনাকীর সাথে মিতালী,
তবু তুমি এলেনাতো আর,
জলতরঙ্গে আমার বিরহিনী রাত

Friday, May 27, 2011

পালে হাওয়া লাগেনা

দিগন্ত পাড়ি দিয়ে
যাবার কথা ছিল
কথা রাখা হয়নি
প্রতিজ্ঞার অফুরন্ত দোহাই দেইনা আজকাল আর
তুমিও রয়েছো তিনকূল দূরে
পালে হাওয়া লাগেনা
বদ্ধ জলাভুমিতে

Tuesday, May 17, 2011

এলিয়েন

তোমার মেঘরাশির হরাইজন ছাপানো আনাগোনা
কখনো ভাবায় আমাকে উথাল পাথাল -
সৌরজগতের পথচারী আমি
প্রতিবেশী চাঁদ সূর্য, বন্ধু তারা আর নক্ষত্রেরা
কখনও আপন করে ডেকে নেয় কাছে।
ওরা একসাথে কিন্ত যে যার মত একা
মাটিতে আমিও একলা
ঠিক যেন ভিনগ্রহের এলিয়েন

Sunday, May 8, 2011

জেনো তুমি

আজ আমি
শূণ্যে মিলিয়ে যাই ক্রমাগত
তুমি টেনে নাওনি কাছে অবজ্ঞার ছলেও
এ কষ্টের বিলীনতা নেই জেনো তুমি।

আহা

নীল নদীর পাড়ে ভেজা চাঁদ খেলে
আহা,
আমার নদীর পাড়
ও আমার ভেজা চাঁদ।

Monday, April 18, 2011

অসহ্য

আমার বেদনায় তোমার বেদনা রাঙ্গালাম

তুমি নীল হলে
তবু আমি হয়ে রইলাম নীরব পাথর


তোমার আদরে আমি পরিপূর্ণ হলাম
তুমি দূরে গেলে
দূর থেকে দূরে
তবু আমি হয়ে রইলাম শান্ত দিঘী


শান্ত দিঘী, নীরব পাথর
মাঝে মাঝে অসহ্য লাগে আমার।

Wednesday, April 6, 2011

ছন্দহারা

শান্ত দিঘীর আনমনা মন
টলটলা জল নীরব পাথর
সব হারানোর চঞ্চলা মন
ছন্দহারা একলা ভূবন।

সব

তুই আমার সব কাড়লি
রাখলি কেন ব্যাথার পাহাড়?
রাখলি কাছে অশ্রু মতি?

উস্ক চুলের হাতছানি আর চশমা ঘড়ি
আমার কাছে
বুঝবি তখন কেউ কোনদিন
পালিয়ে গেলে খুব গোপনে।

Thursday, March 31, 2011

হাত বাড়ালে








তৃপ্ত নদীর তপ্ত ঢেউ এ
তোমার হাতের উষ্ণ পরশ।
নীল আকাশে আদর মাখা
পায়রাগুলির ঠিক বিচরন।

ঠিক বুঝে নাও ঠিক খুঁজে নাও
সেই আমাকে -
কি ক্ষতি হয় একটুখানি
তোমার বুকে মুখ লুকালে?

দুই ভুবনের এমনি চাওয়া
কাল সকালেই সব ফুরোবে...
হাত বাড়াবো খুঁজবো পাথর
উঠবে মুঠে কান্না কাঁকড়।

তুমি তখন মুচকি হেসে
আমার বুকেই মুখ লুকাবে।

ঘাস ফরিং এর ছটফটানি
কাটবো নখে ব্যস্ত মুখে।

তবু তুমি গন্ধরাজে
তুলবে ভরে মেঘরাশি মোর।

আদর মাখা পায়রা তখন
ব্যস্ত রবে খুনসুটিতে।
গুনগুনিয়ে হাত রাঙ্গিয়ে
ভরিয়ে দিবে ব্যর্থ প্রহর।

দিনের শেষে ঠিক খুঁজে নেয়
শান্তি সুখের অথৈ জলা।
স্তব্ধ আকাশ, পাতাল সাগর
সবকিছুকেই আঁকড়ে ধরা।

Monday, January 31, 2011

অস্তিত্ব

আমার মনের বালুচরী আঙ্গিনায়
অহরহ তোমার বিচরন

কখনোকি ভাবায় তোমায় আমার অস্তিত্ব?

বেঁচে থাকা

ডানা ভাঙ্গা পরী কখনো উড়তে পারে না
উড়ে যাবার স্বপ্ন দেখা - ছিল তার জন্য ভুল
আজীবন এই মনকষ্টে নষ্ট পৃ্থিবীতে সে বাঁচে

Friday, January 28, 2011

প্রতিটি একাকিত্বে

প্রতিটি একাকিত্বে জানিনা
তোমার কতটা গভীরে আমি

প্রতিটি একাকিত্বে অবহেলায় ছুঁড়ে ফেলে দেয়া
ঘৃনার খাঁজকাটা কারুকাজে জানি আছি আমি

আজ আর ভালোবাসা খুজে নেবার দিন আসেনা
প্রতিক্ষায় নেই তুমি
কালের গতিতে আর বানভাসি কষ্টে
পথহারা এই আমি
স্মৃতি হাতরে খুঁজে যাই অবিরত
তবু স্বপ্নেও আসোনা তুমি

অভিমানে জমানো ক্রিস্টাল অশ্রু
চিকচিক করে উঠেনা আর
যেন কথাছিল কোনকালে দেখা হবে
নদীর এপার আর ওপার