Followers

Total Pageviews

Thursday, March 31, 2011

হাত বাড়ালে








তৃপ্ত নদীর তপ্ত ঢেউ এ
তোমার হাতের উষ্ণ পরশ।
নীল আকাশে আদর মাখা
পায়রাগুলির ঠিক বিচরন।

ঠিক বুঝে নাও ঠিক খুঁজে নাও
সেই আমাকে -
কি ক্ষতি হয় একটুখানি
তোমার বুকে মুখ লুকালে?

দুই ভুবনের এমনি চাওয়া
কাল সকালেই সব ফুরোবে...
হাত বাড়াবো খুঁজবো পাথর
উঠবে মুঠে কান্না কাঁকড়।

তুমি তখন মুচকি হেসে
আমার বুকেই মুখ লুকাবে।

ঘাস ফরিং এর ছটফটানি
কাটবো নখে ব্যস্ত মুখে।

তবু তুমি গন্ধরাজে
তুলবে ভরে মেঘরাশি মোর।

আদর মাখা পায়রা তখন
ব্যস্ত রবে খুনসুটিতে।
গুনগুনিয়ে হাত রাঙ্গিয়ে
ভরিয়ে দিবে ব্যর্থ প্রহর।

দিনের শেষে ঠিক খুঁজে নেয়
শান্তি সুখের অথৈ জলা।
স্তব্ধ আকাশ, পাতাল সাগর
সবকিছুকেই আঁকড়ে ধরা।