Followers

Total Pageviews

Sunday, July 22, 2012

অবহেলায় ফেলে রাখা 
দূঃখগুলো অবশেষে একদিন বড় হয়ে উঠে।

সেদিন প্রশ্ন করেছিল আমাকে
আর কতকাল ফেলে রাখবে বলতো
শ্যাওলা আর পাথর চাপার সোঁদা গন্ধে? আমারোতো ইচ্ছে হয় মাঝে মাঝে সূর্য দেখি, নাকি?

বিষণ্ণ নৌকা পাড়ি দিয়ে সেই কোন যুগে
যুবক এনেছিল কিছু স্বপ্নের বীজ
বুনেছিল মেয়ে নিজ হাতে
লাল চুড়ি পড়ে সবুজ বাগানে

অসময়ে বেড়ে উঠেছিল ভালোবাসা
সব - ঠিকঠাক
যুবক এনেছিল আরো চাঁদ তারার আকাশ
মেয়ে গেয়েছিল ঠিকই মেঘ মল্লার গান
বৃষ্টি নামেনি পাহাড় বেয়ে
তবু অসময়ে বেড়ে উঠেছিল ভালোবাসা
সব ।

Tuesday, July 10, 2012


বালুচরির আঁচলে সেই কবেই ভেবেছি বসাবো নক্ষত্রের ঝলমলে কারুকাজ
আমি রইলাম অপেক্ষা আর প্রতিক্ষার দিনগুনে
না এলে তুমি
না এলো সেই ক্ষণ
আঁচলে ঢেউ খেলেনি ভালোবাসারা
অতঃপর ।

পালকের মত নরম বুকে
শিশির ঝরেছিল সেই স্বন্ধ্যায়
যেদিন কুয়াশার ঘিরে রেখেছিল সব দিগন্ত
কোজাগরী পূর্ণিমা নিয়েছিল ছুটি
বলেছিল তোমরা কাটাও এক ভালোবাসার স্বন্ধ্যা
ভীষন অন্ধকারে
দেখো অন্ধ ভালোবাসা কাকে বলে

Wednesday, July 4, 2012


অপূর্ণার অন্য পুরুষ


তখন তুমি শুদ্ধ পুরুষ
আমি তখন পূর্ণ  নারী
আড়মোড়ানো স্বপ্নগুলো বেজায় ছোটে
টগবগিয়ে
এখন যখন গহীন বনে
দৈত্যদানো কাতর খুবই
এখন তুমি অনেক দূরে
দূঃখগুলো অশ্রু মোছে
শুদ্ধতার ঐ খোলস খুলে
এখন তুমি অন্য পুরুষ
কি পেয়েছির হিসেব নিয়ে
অপূর্ণা আজ এখন  আমি