Thursday, April 25, 2013
সীমানা ছাড়িয়ে যায়
সলিটেইর খেলতে খেলতে সেই কখন যে নিজের সাথেই একা হয়েছি বুঝতে পারিনি
আজ তাস যতই এদিক সেদিক করি
একাকিত্বের উঁকি ঝুকি তেমনি আছে
বিষন্ন প্রহর কাটে একলা আকাশে তোমার নাম লিখে লিখে
তুমি কবে বলেছিলে আর হবেনা দেখা
তবু তোমার খোঁজেই দৃষ্টি সীমানা ছাড়িয়ে যায়।
Sunday, April 21, 2013
চিরতরের বিরহ
টাপুর টুপুর...
তুমি তাকাও বর্ষিত মেঘেদের দিকে
ভেজাও চোখের স্বপ্নগুলো
আমি কুড়াই
চিরতরের বিরহ
তোমাকে পাবার আশায়
Subscribe to:
Posts (Atom)