Followers

Total Pageviews

Thursday, April 25, 2013

সীমানা ছাড়িয়ে যায়


সলিটেইর খেলতে খেলতে সেই কখন যে নিজের সাথেই একা হয়েছি বুঝতে পারিনি
আজ তাস যতই এদিক সেদিক করি
একাকিত্বের উঁকি ঝুকি তেমনি আছে

বিষন্ন প্রহর কাটে একলা আকাশে তোমার নাম লিখে লিখে
তুমি কবে বলেছিলে আর হবেনা দেখা
তবু তোমার খোঁজেই দৃষ্টি সীমানা ছাড়িয়ে যায়।

Sunday, April 21, 2013

চিরতরের বিরহ


মুক্ত করতলে
টাপুর টুপুর...

তুমি তাকাও বর্ষিত মেঘেদের দিকে
ভেজাও চোখের স্বপ্নগুলো

                                   আমি কুড়াই 
                                   চিরতরের বিরহ

তোমাকে পাবার আশায়




অতঃপর ক্রমশ মিলাও তুমি তারাদের মাঝে,
স্বপ্ন পুরুষেরা এক এক করে হারায় দিক
ধ্রুবতারার দিকে ধাবিত নারীরা একে একে ফেরা পথে হেটে চলে
বিষন্ন চাঁদ মুখ ফিরায় মেঘেদের দলে
তবু

ফেরা পথে আমি হাটি বিপরীতে। তোমাকে পাবার আশায়।