Followers

Total Pageviews

Monday, August 23, 2010

এক চাঁদ দূরত্ত্ব

কিছু কিছু মানুষ কেবল কষ্ট দিয়ে যায়
কিছু সয় সেই সব …
তার মধ্যে আমি তুমি দুজনাই আছি

কিছু মানুষ বোঝেনা কতটা ভালোবাসা
যেমন তুমি, যেমন আমি
আমরা কিছুই বুঝিনি
না বুঝে ভালোবাসার দিন রাত্রি কাটাই
মাঝে এক চাঁদ দূরত্ত্ব