Followers

Total Pageviews

Wednesday, April 22, 2009

আদ্র মনের কথোপকথন

কি নিষ্ঠুরতায়
আদ্র মনের কথোপকথন
চতুর অবহেলায় এড়িয়ে চল
আমার অবাক দৃষ্টি তোমাকে ভেদ করে দেখতে চায়
সেই রহস্য
এত অভিমান সামলে নিয়ে
ঠিক টেনে নাও দিনের শেষে
সব অবহেলা এড়িয়ে নিয়ে

নিমগ্ন আমি

গভীর ভালবাসায় নিমগ্ন আমি
তবু পাইনা খুঁজে তোমাকে গভীরে
হারিয়েছো কি তুমি?
পেয়েছি কি আমি?


gobhir bhalobashay nimogno ami

tobu pai na khuje tomake ghobhire

hariyecho ki tumi ?
peyechi ki ami?

একমুঠো রোদ্দুর


তুমি দিয়েছো একমুঠো রোদ্দুর
আমি পারিনি ধরে রাখতে তাকে চিরকালের খাঁচায়
আমার খাঁচা ভেঙ্গে গড়ায় গোধূলি,
এর পর রাত্রি

আমি তখনো ভোরের আশায়
ভৈরবী সুরে সাজানো গুছানো জীবন খুঁজি ক্লান্ত মনে

আমার স্বপ্ন বোনা আকাশ তখন অনেক দূরে
যখন তুমি আর আমি অনেক কাছে…

অভিমান বাজে

কত ক্লান্তি কত ক্ষয়
কত শান্তি
কত ভয়

সব ফেলে আসা
সব ছেড়ে যাওয়া

কথা মালা সাজে
অভিমান বাজে
কেটে যায় সুর
কাটে লয়
তবু স্মৃতিটুকু মনে রয়


koto klanti
koto khoy
koto shanti
koto bhoy

sob fele asha
sob chere jawa

kotha mala shaje
obhiman baje

kete jay shur
kate loy

tobu smriti tuku mone roy

একা

অনেক সাদা অনেক একা
তবু জেন ভালো থাকা



onek shada onek eka
tobu jeno bhalo thaka...

বরষা আমারই অপেক্ষায়

বহুদিন পর এসেছে ঝড়, বন্যা, রোদ্দুর আর মেঘ
একসাথে আমার উঠোনে
এখনি নামবে ঘর দোর ঝাপিয়ে বরষা


সব না পাওয়া আজ জোড়া লাগানোর দিন
তবু হিসেবের খাতা খুজে ফিরি
তবু মনের কোনায় মিটমিট করে আশা
যদি পাই দেখা একবার
সব ঝড় জলে ধুলোমাখা স্মৃতি হবে জানি

তবু একবার
জানি ক্ষমা নেই
কারন কথা রাখিনি শুকতারা সাক্ষী রাখা সেই সন্ধ্যার
একসাথে চলা পথ অনেক আগেই ঠিকানা বিহীন
তবু দরজার কড়া নাড়া শব্দেছুটে যাওয়া বারেবারে
পুরোনো অভ্যেস বলে কথা……কিন্তূ এও জানি দরজার ওপারে ঘোর বরষা আমারই অপেক্ষায়

অত:পর মেঘবালিকারা....


অত:পর মেঘবালিকারা উড়েযায়
গন্তব্যহীন উড়াউড়ির ঠিকানায় পৌছুবেনা
স্বপ্নের দেশে কোনদিনও
জেনে যায় ভালোবেসে

অত:পর মেঘবালিকারা..
ফেরা হয়না আর.....

অনেক হাসি আর কান্নার ঢেউ প্লাবিত করে
অত:পর মেঘবালিকারা....