Followers

Total Pageviews

Tuesday, June 26, 2012



উপাক্ষার চৌকাঠ ডিঙ্গিয়ে
তোমার জন্য অপেক্ষা আমার

তোমার অবহেলার সীমানা
কবেইতো সেই পার করেছি 
নিঃশব্দে

ফেলে যাওয়া গদ্য পদ্য
শুকনো ফুলের পাপড়ি
আজ সব কাগজের ভাজে ভাজে 
যে যার মতন সুখী দুঃখী

হেটে যাও কোন পথে আজ?
আমাকেতো ফেলে এসেছো ঢের পিছনে
তোমার পায়ের চিহ্ন ক্রমেই বিলীন হয় 

আমার সামনে
আমি নিশ্চল মূর্তি
ধূপের গন্ধে পোড়া শরীর
অহল্যা নেচে চলে

অতীত নিয়ে
সামনে তুমি নও
সামনে আমি নই

Thursday, June 21, 2012



বিষণ্ণতা পোড়ে





তুমি স্পর্শে রাখো হাত

যখন না যায় তোমায় পাওয়া

তুমি অন্য কথা বলো

যখন অভিমানের খেয়া

তুমি তাকাও গভীর সুখে

যখন চোখে নদী ঝরে

তুমি কষ্টে পাথর ছুড়ো

যখন বিষণ্ণতা পোড়ে

Saturday, June 16, 2012


তুমি আমার ভাব বোঝোনা
ভাষা বোঝোনা
ভালবাসার কথা বোঝোনা
হাসলে পরে মানে বোঝোনা
কাদলে আমার কষ্ট বোঝোনা


বাদল দিনের বিরহ বোঝোনা
রাত বদলের পালা বোঝোনা
ভোরের ভৈরবি তান বোঝোনা
মেঘ মল্লার গান বোঝোনা


হাতের প'রে হাত বোঝোনা
স্পর্শ কাতর রাত বোঝোনা
অশ্রু নদীর বাঁক বোঝোনা
মনের মধ্যে দাগ বোঝোনা


কাল বেলার ঐ ভাব বোঝনা
নদীর স্রোতের স্বাদ বোঝনা
কতটা পথের মাপ বোঝোনা
ক্লান্ত গানের সুর বোঝোনা


চাদনী রাতের আলো বোঝোনা
পাগল করা ডাক বোঝোনা
তোমার ভাবি তা'ও বোঝোনা