Followers

Total Pageviews

Friday, July 23, 2010

অপেক্ষা

দূর আকাশে পড়ন্ত তারা
মেঘবালিকা দিশেহারা
বুকের মাঝে অভিমানের খাঁজকাটা কোটরে
তুমি শুধু তুমি দেবদূত ।

কত দূরে কত কালে
দেখা পাবো
কত শত প্রহর গুনে
শেষ হব ।

Sunday, July 4, 2010

তুমি আমি

একটা মাটির প্রদীপ জ্বলেছিল আবিকল সেদিনের মত।
তুমি ছিলে দাঁড়িয়ে দরজার ওপারে।
আমি চৌকাঠ পেরিয়ে তোমাকে ভাবিনি।
তুমি প্রদীপ জ্বালিয়ে আমাকে খোজোনি।
আমি সরলতার আড়ালে তোমাকে রাখিনি।
তুমি দুহাত ধরে আমাকে ডাকোনি।
আমি তোমারই চিরদিন, এমনই ভেবেছি।
তুমি আপন করে কাছে টানোনি।

অজানা

মনের গভীরের এই শূণ্যতা কখনো নামে কখনো নামেনা,

তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।
নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন স্মৃতিতে তোমাকে ভাবা

কতটা ভালোবাসা জমানো আছে
জানতে চাওনি,
আমিও বলিনি

দেখা হবে আবার কবে?
আমার তোমার?
অথবা তোমার আমার? আমাদের?

শুনে যেও জমানো ভালোবাসার ইতিহাস
যদি সময় হয়   কখনো।

এভাবে কেউ কাউকে একা রাখে?
যেভাবে আমি রেখেছি তোমাকে আর তুমি রেখেছো আমাকে?

রাত কাটেনা

স্মৃতি মুছে নিয়ে গেলেও
ছিটেফোটা পরেছিল কিছুদিন এদিক ওদিক
শত  অবজ্ঞাতেও
পিছুটান ফেলে এগোতে না পারা  আমরা
একদিন যেদিন আবার আমাদের একটা বোঝাপড়ার দিন হবে
তুমি নিয়ে যেওতো সব  ফোঁটায় ফোঁটায় জমানো  কষ্ট
খুব যন্ত্রনা নিয়ে দিন পার হয়
রাত কাটেনা।

Thursday, July 1, 2010

বিবাগী হাওয়া

নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন করে তোমাকে ভাবা
নতুন করে হাটবো কবে?
হাতে নিয়ে সেই চিরচেনা হাত।