Followers

Total Pageviews

Sunday, July 4, 2010

অজানা

মনের গভীরের এই শূণ্যতা কখনো নামে কখনো নামেনা,

তবু গোধুলী উড়াবেই ধুলো …এমনি কথা থাকে,
কে জানে সমুদ্র তীরেই তুমি বসে ছিলে কি না,
আমি কেন যেন খোঁজ করিনি তোমার সেইদিন,
তুই কি সত্যিই ছিলি বসে সারা রাত চাঁদ সাথী করে?
আকাশের চাদোয়ায় ছিল কি তারা আর নক্ষত্রের নকশী?
জানা হয়নি আজো ।

1 comment:

যাযাবর জীবন said...

সেদিন তুমি চোখ মেলনি
খুঁজনি যে হাত বাড়িয়ে
পড়ে ছিল সে যে ধুলিবালি মাঝে
চাঁদোয়া গায়ে জড়িয়ে
অপেক্ষায় তোমার
হ্রদয় মেলে দাঁড়িয়ে।