Followers

Total Pageviews

Friday, August 26, 2011

বিষণ্ণ স্লেট


বিষণ্ণ স্লেটে আঁকিবুকি কাটে জ্যোৎস্না
তুমি হেটে যাও আনমনে
আমি তখনও দাঁড়ানো তোমারই আঙ্গিনায়

কুয়াশার চাদরে ছায়া দেখে যাই
মেঘ ছাপানো বৃষ্টিতে চিরকালের মায়া
ঠিকই ছিল ।
হাতে কি হাত ছিল?
এমন কি কথা ছিল?

Saturday, August 20, 2011

নক্সী গল্প


ধূসরে ছড়ানো গাংচিল
সেদিন মেঘ ভেঙ্গে নেমেছিল বৃষ্টি
চোখ খুঁজে  ফিরে হারানো সুখ
মন ফিরে যায় পিছুটানের নক্সী গল্পে
বালুচরী আঙ্গিনা ছটফট করে কষ্টে

Monday, August 1, 2011

ইচ্ছে ডানায় তুমি আমি

ইচ্ছে ডানায় তুমি আমি
আজ ইচ্ছেগুলোই শুকনো পাতা
উড়ে বেড়ায় বালুচরে
ধরতে গেলে পালিয়ে বেড়ায়
অসীম নীলের অরণ্যতে