Followers

Total Pageviews

Monday, December 22, 2008

প্রহর গুলি সামলে নিয়ে prohor guli shamle niye



সনধ্যা তারা যতই জ্বলুক
ম্লান আকাশে মিটমিটিয়ে
হাসবে তুমি মলিন হাসি
আমার স্মৃতি বুকে নিয়ে

ফেরার কথা আমার কাছে
তোমার ছিল স্বপ্ন নিয়ে
আমি ছিলাম অপেক্ষাতে
প্রহর গুলি সামলে নিয়ে



shondha tara jotoi joluk
mlan akashe mitmitie
hashbe tumi molin hashi
amar smriti buke niye
ferar kotha amar kache
tomar chilo sopno niye
ami chilam opekkhate
prohor guli shamle niye

Friday, November 7, 2008

হাত বাড়ালেই ছুঁতে পাবো haat baralei chunte pabo


স্বপ্ন ছোঁয়া কথার ভিড়ে
হারিয়ে যাওয়া যখন তখন

তোমার আমার
এইতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব

দিন গড়িয়ে সন্ধ্যা নামে
কাছে ডাকে আপন টানে
মন না মানা অতীত পানে
সুর মেলাতে ক্লান্ত গানে

পতিত জমি থাকুক পড়ে
আমরা তখন অনেক দূরে
স্বপ্ন বুনি অচিনপুরে

তোমার অমার
ঐতো সেদিন
হাত বাড়ালেই ছুঁতে পাব


Shopno choya kothar bheer e
Hariye jawa jokhon tokhon
Tomar amar ei to shedin
Haat baralei chute pabo

Din goriye shondha nam e
Kache dake apon tan e
Mon na mana otit pane
Sur melate klanto gan e

Potit jomi thakuk pore
Amra tokhon onek dur e
Sopno buni ocheen pur e

Tomar amar ei to shedin
Hat baralei chute pabo

Thursday, October 30, 2008

উদাস পাহাড় udas pahar


বিশাল প্রান্তরে ঘাস ফড়িং এর ওড়াউড়ি
ক্লান্ত পায়ে ছুটে চলা
টলমল করে পা
তবু পাহাড়ি ঝরণার জলে পা ছোঁয়াবো বলে এত দূর আসা
পাখিদের অকারণ ব্যস্ত ডাকাডাকি আমাদের ঘিরে
দূরে পাহাড়ি মেয়ের নুপুর কার বাঁশি শুনে হৃদয় ভেদ করে যায়?

bishal prantore ghas foringer oraori
klanto paye chute chola
tolmol kore pa
tobu pahari jhornar jol e pa choyabo bole eto dur asha
pakhider okaron besto dakadaki amader ghire
dure pahari meyer nupur kaar banshi shune hridoy bhed kore jay?

Monday, October 27, 2008

সাদা ক্যানভাস sada canvas


মধ্য দুপুর দাঁড়িয়ে থাকা
স্হির চিত্রে ঝিরিঝিরি হাওয়া
আমাদের দোলায় ভাসায় অতল ভাবনায়
তবু চলা ফেরা হাসি গান

ঝড়ো হাওয়া বিক্ষিপ্ত হয়ে
ছড়ায় আরো বেশি শীতলতা
যেন টলটলে দীঘি
এলোমেলো হবার অপেক্ষায়
মধ্য দুপুর তখন গড়িয়ে বিকেল
তবু স্হির চিত্রে ঝিরিঝিরি হাওয়া
ভাসায় দোলায় অতল ভালবাসায়

আমাদের পথের শেষ প্রান্তে তখন
সন্ধ্যা নামে
অসীম শুন্যতায় ক্লান্ত মন
যেন হারাতে না হয়
বুকের গভীরে অশনি সংকেত
ঝেরে ফেলে
দুজনেই মুচকি হাসি
কাল হবে দেখা
সাদা ক্যানভাসে
রং ছড়াতে

Moddho dupur dariye thake
Sthir chitre jhiri jhiri hawa
Amader dolay bhashay otol bhabnay
Tobu chola fera hashi gaan

Jhoro hawa bikhkhipto hoy
Choray shitolota
jeno toltole dighi
Elomelo hobar opekkhay
Modhdho dupur tokhon goriye bikel
Tobu sthir chitre jhiri jhiri hawa
Bhashay dolay
Otol bhalobashay
Amader pother shesh prante tokhon shondhya name
Osheem shunnotay klanto mon Jeno harate na hoy
Buker bhetore oshoni shonket
jhere fele
Dujonei muchki hashi
Kaal hobe dekha
sada canvas e
Rong chorate

Friday, October 17, 2008

দুঃখ কেন ভারী Dukkho keno bhari?


পদ্ম পাতার জলে
অশ্রু কেন ঝরে?
মন কি তবে বলে
দুঃখ কেন ভারী?

হাত বাড়ালেই আসে
কষ্ট সারি সারি
মন তবে কি বলে
দুঃখ কেন ভারী?

Poddo patar jol e
osru keno jhore?
mon ki tobe bole
dukhkho keno bhari?

haat baralei ashe
kosto sari sari
mon ki tobe bole
dukhkho keno bhari?

Wednesday, October 15, 2008

দেখা হবে dekha hobe


শীতল শান্তির অরণ্য খুঁজতে গিয়েছিলাম
মেঘের দেশে ছিল আমার অভয় অরণ্য
শুকনো পাতা ঝরায় নাচে ময়ূর যেখানে
সেখানে তুমি আমি আমরা


আমাদের পদচারনায় মুখরিত
ঝিকমিক সকাল
বেলা গড়িয়ে সন্ধ্যা
তবু মুখরতা
নক্ষত্র বুণে যায় নকসি চাদর
ঢাকে আমাদের থরো থরো অনুভুতি রুপালি চাদরে

রাত গড়িয়ে সকাল যখন
ক্লান্ত পায়ে হাটাহাটি আর ঘুমহীন তৃষ্ণার্ত দৃষ্টি
ফিরে তাকাই ফেলে আসা সবুজ ঘেরা পথের দিকে

আমাদের ব্যস্ত পা যখন পৃথিবীর দিকে নামে দ্রূত
স্মৃতির ফাঁকে জমে থাকা শ্যাওলা
উঁকি দিয়ে দেখে মুচকি হাসে
বলে, বিদায় দিলাম না, এসো আবার তবে
দেখা হবে কথা হবে তোমাদের সাথে

Sheetol shantir oronnyo khujte giyechilam
Megeher deshe chilo amar obhoy ornonnyo
Shukno pata jhoray nache moyur jekhane
Shekhane tumi ami amra
Amader podocharonay mukhorito jhikmik sokal
Bela goriye shondha
Tobu mukhorota
Nokkhotrro bune jay nokshi chador
Dhake amader thoro thoro onuvuti rupali chadore

Rat goriye sokal jkhon
Klanto paye hatahati ar nirghum trishnao drishti
Fire takai fele asha sobuj ghera pother dike

Amader besto pa jokhon prithibir buke name druto
Sritir fanke jome thka shawla
Uki diye dekhe muchki hase
Bole biday dilam na esho abar tobe
Dekha hobe kotha hobe tomader shathe

Friday, October 10, 2008

এমন কেন? emon keno


এমন কেন সব সময়ই হবে
যে তোমার কথাই রাখতে হবে
আমারটা জলে

তুমি যদি ওড়াও ঘুড়ি
সঠিক নিয়ম তবে
আমি যদি ভেরাই ত্বরী
দিক ভুল কি হবেই?

যদি নিয়ম ভেংগে চল
তবে তোমার নিয়ম সোজা
আমার বেলায় কেন হবে সব নিয়মই বাঁকা?

Wednesday, October 8, 2008

অবুঝ সবুজ Obujh sobuj

সৌহর্দের সেতু পেরিয়ে আমরা যখন
আপনজন
ডানা মেলা গাঙচিলে সাথে ওড়াউড়ি
ক্লান্ত পা নরম ভেজা বালুতে আর কৌতূহলি না

এই তপ্ত বুকে ঝরে পরা অভিমান
জমে থাকা আবেগ
ধীরে ধীরে পরে টুপটুপ
যেন ভাবি আরেকটু জমে উঠুক আবেগ
কিন্তু জমতেই আবার গলে যায় অভিমানের পাহাড়

এবার স্বপ্ন আরো দৃঢ় গাঢ় আর গভীর
ভাংগ দেখি পার যদি

তার চেয়ে ভাল
থাওজ্যান্ড আইল্যান্ডের বুক চিঁড়ে
সাদা বকের দল পরে থাক পিছে
পিছে ফেলে পাইনের সারি
যাবে নাকি? যাবেতো বলো
দূখের ঝাঁপি দেবো চাপা
আর্কটিকের সাদা বরফে
তারপর বুনবো বীজ ক্লন্ত বেলাভূমিতে
যেখানে হবে একদিন
অবুঝ সবুজের বোঝাপড়া

Souharder shetu periye amra jokhon
Aponjon
Dana mela gangcheeler shathe palla diye ora uri
Klanto pa norom bheja balute ar koutuholi na
Ei topto buke jhore pora obhiman
Jome thaka abeg
Dheere dheere pore tup tup ..
Jeno bhabi arektu jome uthuk abeg
Kintu jometei abar gole jay obhimaner pahar

Ebar shopno aro dhrerho garo ar gobhir
Bhango dekhi paro jodi
Tar cheye ei bhalo
thousand island er buk chire
sada bok er dol pore thak piche
piche fele payeen er sari
jabe naki? Jabe to bolo
dukher jhapi debo chapa arctic er sada borof e
tar bor bunbo beej klanto belabhumite
jekhane hobe ekdin obujh sobujer bojhapora

Saturday, September 6, 2008

সকাল বেলায় sokal belay



ওলট পালট সকাল বেলায়
ব্যালকনিতে ফিরে তাকাই
কাল রাতের বয়ে যাওয়া
ঝড় জলের ঐ ক্লান্ত খেলা

ওলট পালট সকাল বেলায়
খুঁজি তোমায়
আসবে নাকি
বসবে পাশে
স্বন্ধ্যা বেলা?

ওলট পালট সকাল বেলায়
আনমনা মন ছন্দ হারায়
কোথায় তুমি কোথায় তুমি
ওলট পালট সকাল বেলায়?


Olot palot sokal belay
Balcony te fire takai
kal rater boye jawa
Jhor joler oi klanto khela

Olot palot sokal belay
Khunji tomay
Ashbe naki
Boshbe pashe shondhya bela?

Olot palot sokal belay
Anmona mon chondo haray
Kothay tumi kothay ami
Olot palot sokal belay?

Wednesday, September 3, 2008

আজকাল আমি Ajkal Ami


ধোঁয়াটে অতীতের অস্তিত্তে
বিমর্ষ আমি
তুমি বারাও হাত
টানো ঝকঝকে বর্তমানে
বাঁসন কোসন গোছানো সংসার উঁকি দিয়ে পালায় আড়ালে
কখনো অজান্তে
মেঘে ঢাকা আকাশে
হাসে সূর্য
কাঁদে তারা
আমি তাকাই দূরে
যেখানে অপেক্ষা করে কুয়াশা ঢাকা সামনের দিনগুলি


Dhoyate otiter ostitte
Bimorsho ami
Tumi barao haat
Tano jhokjhkoe bortomane
Bashon koshon gochano shongshar
Uki die palay arale
kokhono ojante
Meghe dhaka akashe
Hashe surjo
Kade tara
Ami takai dure
Jekhane opekkha kore Kuasha dhaka shamner dinguli

Sunday, August 24, 2008

কি জানি তবে ki Jani Tobe


দীর্ঘ অপেক্ষায় রানার আসেনি সেদিন
সকালের মিঠেকড়া রোদ কখন মধ্যাহ্নে চলে গেছে গোধূলির উঠোনে
ক্লান্ত সেই আলোয় বসে ছিল সে সারাদিন প্রহর গুনে
আসেনি রানার
অপেক্ষাও বৃদ্ধের লাঠি ধরে পাড়ি দেয় সীমাহীন প্রান্তরে
কি জানি তবে
ভুল ছিল কি?
ঠিকানায়? তাও কি হয়?
সেতো অনেক চেনা
অচেনা ছিলনাতো মোটেও
পাথরে শুষে নেয়া আবেগ, ছিঁড়ে খুড়ে বের করে আনা যায় কি তবে?
সীমাহীন প্রান্তর কি ফিরিয়ে দেবে ফেলে আসা স্মৃতি?
কি জানি তবে ভূল ছিল কি সবে?


Dirgho opekkhay rana r asheni Shedin
Sokler mithe kora rod kokhon modhdhnne chole geche godhulir uthone
Klanto shei aloy boshe chilo she
Sara din prohor gune
Ashe ni ranar
Opekkha bridhdher lathi dhore pari daye sheemaheen prantore
Ki jani tobe
Bhul chilo ki?
Thikanay? Tao ki hoy?
Sheto onek chena
Ochena to chilo nato motei

pathore shushe neya aabeg chinre khure ber kore ana jay ki tobe?
Sheemaheen prantor ki firiye debe fele asha smriti?
Ki jani tobe bhul chilo ki sob e?

Friday, August 22, 2008

অসর্ম্পূনার কাব্য গীতি Oshompurnar Kabbya Giti


পূ্র্ণতার স্বপ্ন দেখে
অসর্ম্পূনার কাব্য গীতি
ভোরে ওঠে ভৈরবীর তানে
তাল লয় ক্ষয়ে যাওয়া স্মৃতি

purnotar sopno dekhe
oshompurna r kabbya giti
bhore othe bhoirob taan e
taal loy khoye jawa smriti

Wednesday, August 13, 2008

একবার যদি Ekbar Jodi

স্বপ্নহীন আকুলতার অনুভূতি জড়ানো মখমলী জীবনে
খেলে যাই নামহীন ছন্দপতনের খেলা
আমি হারাই সীমাহীন সুনীলে দৃষ্টি রেখে
যদি পাই দেখা
একবার যদি
পাই যদি দেখা
সেই তাকে
যাকে খুঁজে ফিরি সারাবেলা বুকের গভীরে
পাই যদি
একবার যদি
এই বুকের গভীরে

sopnoheen akulotar onubhuti jorano mokhmoli jibon e
khele jai naamheen chondopotoner khela
ami harai shimaheen suneel e dristi rekhe
jodi pai dekha
ekbar jodi...
pai jodi dekha..
shei take
jake khuje phiri sara bela buker gobheer e
pai jodi
ekbar jodi
ei buker gobheer e

Friday, July 25, 2008

নিঃশব্দতার শব্দ Nishobdhotar Shobdo



পূর্ণিমার সাদা চাদর জড়ানো নীল আকাশের গায়ে
ঝিরি ঝিরি বাতাস আর বৃষ্টির ঝাপটা
তুমি ভাসো সুখের নদীতে
তবু যেন কোথায় আমার অতৃপ্তি
যেন দেখাতে পারিনা তোমায় আকাশের বুক চিঁড়ে
ওই ওপারেও আছে শব্দহীন রঙ
যেখানে কান পেতে শুনি আমি নিঃশব্দতার শব্দ
মেঘের ভেতরে মেঘ কাটে মৃদুলা ছন্দে ধীরে ধীরে
সাদা চাদরের সাথে লুকোচুরি খেলা
আমি শুনাই তোমায় সেই লুকোচুরি শব্দ

তুমি চমকে তাকাও ফিরে
মেঘ ময়ূর যেখানে নাচে রঙ্গিন ছন্দে
আণমনা সন্ধ্যায়
শোনাই তোমায় পাতাঝরানোর গান
সবুজ অরন্যে


Purnimar shada chador jorano neel akasher gaye
Jhiri jhiri batash ar brishtir jhapta
Tumi bhasho shukher nodite
tobu jeno kothay amar otripti..
Jeno dekhate pari na tomay akasher buk chinre
oi opareo ache shobdoheen rong

Jekhane kaan pete shuni ami nishobdyotar shobdyo
Megher bhetore megh kate mridula chonde dheere dheere
shada chader shathe lukochuri khela
Ami shonai tomay shei lukochurir shobdo
Tumi chmke takao phire
Megh moyur jekhane nache rongeen chonde.

Anmona shondhay
Shonai tomay patajhorar gaan sobuj oronnye

Saturday, July 19, 2008

মায়া Maya

একাকীত্ব বিষণ্নতায়
পথ চলে স্মৃতির ছায়া
পেছনে চলি আমি
ভুলিনা তোমার মায়া

Ekakittho bishonnotay
Poth chole sritir chaya….
Pechone choli ami..
Bhuli na tomar maya

Thursday, July 10, 2008

বিচলিত একাকীত্তে Bicholito Ekakitte


গোধূলির লাল রঙে
দিন চলে গেছে বাড়ি তার আত্মভোলা পথে
তার পরে সেই মন আঁধার করা সন্ধার রাত
আমি কাটাই তোমায় বুকে নিয়ে
যেন ভোরের আলো ফুটলেই আমরা লক্ষ যোজন দূরে
যেন ভোরের আলো ফুটলেই তুমি আর আমি দুই ভুবনের অচেনা বাসিন্দা
যেন ভোরের আলো ফুটলেই আমাদের হৃদয়ের রক্তক্ষরণ চলবে অবিরাম
জ্বলবে তুমি
পু্ড়ব আমি
সেই বিচ্ছেদ অনলে

সেই মন আঁধার করে মেঘের মাঝে
তুমি খুঁজে পাও চাঁদ তারার বসবাস
চাঁদের সাম্রাজ্যে আলোকিত পূ্র্ণিমা
গ্রাস করে তোমার স্বত্তা
এরই মাঝে মেঘের লুকোচুরি
এরই মাঝে তারার হাতছানি

ধীরে ধীরে যখন মৃদু অলোকিত ভোর
রাত জাগা চোখের পাগলামি ক্লান্ত অবসন্ন
শুনতে কি পাও তুমি ফেলে আসা চাঁদের সাম্রাজ্যে পূর্ণিমার ডাকাডাকি
যেন “made for each other formula” য়
“আমারও পরাণও যাহা চায় –
শুনতে কি পাও তুমি
পাহারের ওপারে রাত জাগা বাঁশির কান্না
আর
ভোরের রাগে আমাদের ভালবাসার ছন্দময় সান্নিধ্যে
কে করবে বলোতো আমাদের বিচলিত একাকীত্তে?

Godhulir lal ronge,
din chole geche bari tar attobhola poth e
tar pore shei mon adhar kora shondhey ar raat
ami katai tomay buke niye
jeno bhorer alo futlei amra lokkho jojon dure
jeno bhorer alo futlei tumi ar ami dui bhuboner ochena bashinda
jeno bhorer alo futlei amader hridoyer roktokhoron cholbe obriam
jolbe tumi purbo ami..shei bichched onol e

shei mon adhar kora megher majhe
tumi khuje pao chand tarar boshobas
chander shamrajje alokito purnima
gras kore tomar shotta.
Eri majhe megher lukochuri
Eri majhe tarar hatchani

Dheer dheer e jokhon mridu alokito bhor
Raat jaga chokher paglami klanto obosonno
Shunte ki pao tumi fele asha chader shamrajje purnimar daka daki
Jeno “made for each other” formulay
Amaro porano jaha chay…
Shunte ki pao tumi
Paharer oparer raat jaga bashir kanna
Ar
bhorer raage amader bhalobashar chondomoy shannidhhye
ke korbe boloto amader bicholito ekakittye?

Sunday, June 29, 2008

আজ সারাদিন Aaj Saradin

আজ সারাদিন
ঘাস ফরিং আর সবুজ পাতার
হাসি খেলায় মেতে ছিল সে

ঘোর বরষা
কালো মেঘের আঁধার করা সকালে
একটু চমকিত ছিল সে ঠিকই |

কিন্ত্ত যেই মেঘের ফাঁকে
উঁকি দেয় আলো
ওমনি হাসি খেলা
ওমনি টুকটুক করে কথা বলা
ওমনি কল্পলোকের যাদুর বাক্স খুলে
পাখিদের সাথে কিচির মিচির|

সূর্য স্নান করা দুপুরে
হার মানা না মানা প্রতিশ্রুতি ভঙ্গে
দেয়ালে হেলান দিয়ে
চিবুকে হাত রেখে ভাবে
নিরবতাও কম সুন্দর নয় |

পরন্ত সূর্য পেছনে ফেলে
আবার মাটির সোঁদা গন্ধ নিতে দৌড়ে বেরানো
যেন বসে আছে সব সখি সব সখা
পালানোর পথ নেই
যেতে হবে অচিনপুরে
ওদের হাত ধরেই ছুটে চলা |

চমকিত সকাল তখন অনেক দূরে
চোখ শান্তি সৃষ্টির স্বপ্নে বিভোর
মেঠো পথ, শ্রাবণ মেঘের ক্যানভাস
ঝিরি ঝিরি স্বপ্ন ঝরা সন্ধ্যায়
কোন সুদূরের মৃদু বাঁশি
সে হাটে ওদিকে, ওই ওদিকে
যেদিকে তার আজন্ম স্বাদ ঘুরে বেরানোর |

Aj saradin ghas foring ar sobuj patar
Hashi khelay mete chilo she

ghor borsha kalo megher adhar kora sokale
Ektu chomokito chilo she thik e

Kintu jei megher fanke uki daye alo
Omni hashi khela
Omni tuk tuk kore kotha bola
Omni kolpo loker jadur bakso khule
Pakhi der shathe kichir michir

Shurjo snan kora dupur e
Haar mana na mana protishruti bhonge
Dewale helan daye
Chibuk e haat rekhe bhabe
Nirobota o kom shundor noy.


pronto shurjo pechone fele
abar matir soda gondho nite daure berano
jeno boshe ache sob shokhi sob shokha
palanor poth nei
jete hobe ocheen pure
eder haat dhorei chute chola

chomokito sokal tokhon onek dure
chokh shanty srishtir shopne bibhor
metho poth, srabon megher canvas jhiri jhiri sopno jhora shondhay
kon sudurer mridu bashi
she haat e odike oi odike
jedike tar ajonmo shad ghure beranor

Tuesday, June 24, 2008

আর বাকি মাঝখানে কিছুদিন Aar Baaki Majhkhane Kichu Din

আষাঢ়ের বৃষ্টি ভাসায়
আমার খেয়ালের ডিঙ্গি নৌকা
আমি গুণি প্রহর
এক দুই তিন......এভাবে বার তের...পন্চাশ
আর বাকি মাঝখানে কিছু দিন
খেয়ালের ডিঙ্গি বেয়ে পৌছে যাব ঠিকই

মাঝ সমূদ্রের ঝরো হাওয়ায়
কখনো বিচলিত আমি
কখনো সাহসী নাবিক
দিক হারায়ে আবার খুঁজে পাই প্রান্তরের শিরিশ গাছ

তুমি ওদিকে ওই পাইনের ঝাড়ে
আমার অপেক্ষায় হয়তো তাকাও মেঘভাঙ্গা আকাশের দিকে
কিসের আশ্বাসে তুমি হাসো মৃদু
আবার তাকাও সীমাহীন প্রান্তরে
তুমি প্রহর গুনো
এক দুই তিন..এভাবে বারো তেরো পন্চাশ
আর বাকি মাঝখানে কিছু দিন
খেয়ালের ডিঙ্গি বেয়ে পৌছে যাবে কি?
ভাবো আনমনে


ashar er brishti bhashay
amar kheyaler dingi nouka
ami guni prohor
ek dui tin……..ebhabe baro tero..ponchas…
ar baki majhkhane kichu din
kheyaler dingi beye pouche jabo thik e

majh shomudrer jhoro haway
kokhono bicholito ami
kokhono shahoshi nabik
dik harai abar khuje pai prantorer shirish gach

tumi odike oi pine er jhare
amar opekkhay takao meghbhanga klanto akasher dike
kisher ashash e tumi hasho mridu
abar takao shimaheen prantore
tumi prohor guno
ek dui tin…ebhabe baro tero… ponchas…
ar baki majhkhane kichu din
kheyalaer dingi beye puche jabe ki?
Bhabo anmone

Monday, June 23, 2008

অবহেলার ক্ষনে Obohelar khone


সেই হাত সেই মায়া সেই স্নেহ
সবই ছিল ঠিকঠাক
Shei haat shei maya shei sneho
Sob e chilo thik thak

মাঝে মাঝে সুগন্ধীর বিলাসিতা
সবই ছিল ঠিকঠাক
হদয়ের অবিরত দীর্ঘশ্বাস
শুনতে কি পাও আজকাল
কোন অবহেলার ক্ষণে
Majhe majhe shugondhir bilashita
Sob e chilo thik thak
Hridoyer obiroto dirghoshash
Shunte ki pao aj kal
Kono obohelar khone?

মাঝে মাঝে টুকিটাকি
প্রয়োজনের দরাদরি
সবই ছিল ঠিকঠাক
অপ্রয়োজনের কথামালা
জানতে কি পাও আজকাল
কোন অবহেলার ক্ষণে
Majhe majhe tuki taki
Proyojoner doradori
Sob e chilo thik thak
Opryojoner kotha mala
Jante ki pao aj kaal
Kono obohelar khone?

মাঝে মাঝে হাসি গান
চোখে চোখে অভিমান
সবই ছিল ঠিকঠাক
ভেজা চোখে নীল সাগর
দেখতে কি পাও আজকাল
কোন অবহেলার ক্ষণে

Majhe majhe hashi gaan
Chokhe chokhe obhiman
Shob e chilo thik thak
Bheja chokhe neel sagor
Dekhte ki pao aj kaal
Kono obohelar khone?

মাঝে মাঝে বিলাসিতায় মোড়া
অতি প্রিয় সুগন্ধী
সবই ছিল ঠিকঠাক
ঝরে পরে সুবাতাস
শরীরের অলিতে গলিতে
বুঝতে পার কি আজকাল
কোন অবহেলার ক্ষণে
Majhe majhe bilashitay mora
Oti priyo shugondhi
Sob e chilo thik thak
Jhore pore shubatash
Shorier olite golite
Bujhte paro ki aj kaal
Kono obohelar khone?

সেই হাত সেই মায়া সেই স্নেহ
সবই ছিল ঠিকঠাক

Shei haat shei maya shei sneho
Sob e chilo thik thak

এই শহর আর ঐ শহরের কাব্য ২ Ei Shohor ar Oi Shohorer Kabbyo 2


এই শহরে বৃষ্টি নামে
অঝর ধারায় ভেজায় অমায়
ঐ শহরে তখন তুমি
ভেজো কি সেই ক্ষিপ্ত জ্বালায়?

Ei shohore bristi name
Ojhor dharay bhejay amay
Oi shohore tokhon tumi
Bhejo ki shei khipto jalay

এই শহরের অলি গলি
খুঁজি তোমায় সকাল সাঁঝে
ঐ শহরে ব্যস্ত তুমি
পরে মনে কাজের মাঝে?
Ei shohore oli goli
Khuji tomay sokal shajhe
Oi shohore besto tumi
Pore mone kajer majhe?

এই শহরে একটি পাখি
খুব একাকী প্রহর গুনে
ঐ শহরে ছেড়ে আসা
দোসর খোঁজে ক্লান্ত মনে
Ei shohore ekti pakhi
Khoob ekaki prohor gune
Oi shohore chere asha
Doshor khuje klanto mon e

এই শহরে শেষ বিকেলে
মন খারাপের খবর নিয়ে
ঐ শহরে ঠিক টেনে নাও
সব অভিমান আগলে নিয়ে

Ei shohore shesh bikele
Mon kharaper khobor niye
Oi shohore thik tene nao
Sob obhiman agle niye

Friday, June 13, 2008

অকারণ অবসন্নতা okaron oboshonnota

অবসন্ন দুপুরে
হাত ধরাধরি করে আর চলা হয়না তোমার আমার অকারণে
চার দেয়ালের গন্ডীর মাঝে
এখনও সব ব্যস্ততা তোমাকেই ঘিরে
চার দেয়ালে কাব্য লিখি
আমি অবসন্ন হাতে
oboshonno dupure
haat dhora dhori kore ar chola hoyna tomar amar okarone
char deyaler gondir majhe
ekhono sob bestota tomakei ghire
char deyale kabbo likhi
ami oboshonno haat e

Sunday, June 8, 2008

মেঘ আঁধার মন Megh Adhar Mon

চোখের জলে স্বপ্ন ধোঁয়া কাজল
আমার মেঘ আঁধার করা মন
আমি ধুসর থেকে আরো ধুসরের পর অন্ধকারে মিলাই

chokher jole shopno dhoya kajol
amar megh adhar kora mon
ami dhushor theke aro dhushorer por ondhokare milai.

Tuesday, May 27, 2008

এক পড়ন্ত সকালে স্পর্শের বর্ণালী কথা Ek Poronto Sokale Sporsher Bornali Kotha



কুমারী ফুলের রং বেরং- এর
পাপড়ী মেলে পথে
ঘাস ফরিং এর অলস উড়াউড়ি
পাহার কাটা পথে
বাঁশঝাড়ের নির্জনতায়
জানা অজানা পাখির ডাক
এমন থমকে দেয়া সে র্নিজনতা যা
ধমনীতে বয়ে যাওয়া ভালবাসার শব্দ শুনিয়ে যায়

পড়ন্ত সকালের অনন্ত আলস্যে
প্রকৃতি একাকীত্ব আর মগ্নতার গান শোনায়
কিছু মেঘ লুকোচুরি খেলে ষায় সূর্যকে ঘিরে
তুমি আর আমি আমরা দেখে যাই এইসব সবুজ মুগ্ধতার আঁকাআঁকি
খুলে যাই রহস্যের চাদর
একের পর এক
যেন কোন কিছুই থাকেনা অজানা
থাকেনা স্পর্শের বাইরে

সবুজ শীতল পাহাড় তলে
হাতে হাত রেখে হাটাহাটি
দু একটা টুকিটাকি কথা
তার চেয়ে অনেক বেশী আমাদের সময় কেড়ে নেওয়া র্নিজন মুগ্ধতার বি্ষ্ময়

আমি আকন্ঠ পান করি
সুখের নামে দেওয়া তোমার ছোঁয়া
কুমারী ফুল, সবুজ বাঁশঝাড়, ঘাস ফড়িং – আর
পড়ন্ত সকাল সাক্ষী রাখা সেই র্নিজন অনুভব আমি ধরে রাখি বুকে – লালন করি
সেই পড়ন্ত সকাল আজ আর কুমারী ফুল, সবুজ বাঁশঝাড় আর ঘাস ফড়িং-এর স্মরণ নেই
যা আমার স্মৃতি হাতরে খুঁজতে হবেনা কোনদিনও
আমাকে স্মরণ দাও
আমাকে স্মরণ দাও – বলে কাঁদবোনা পাহারের কাছে
পড়ন্ত সকালের সেই র্নিজনতায় তুমি দিয়েছিলে আমায়
সুখের লুকোচুরি খেলায় মগ্ন থাকার প্রথম আবগে

Friday, May 16, 2008

এই শহর আর ঐ শহরের কাব্য ১ Ei shohor ar oi shohorer kabbyo 1




আমার এই শহরের বসবাসে
ক্লান্ত বিকেলে পথ চলা
তোমার ঐ শহরের ব্যস্ত সময়
পার করে নাওঅবহেলায়

AMAR EI SHOHORER BOSHOBASH E
KLANTO BIKELE POTH CHOLA
TOMAR OI SHOHORE BESTO SOMOY
PAR KORE NAO OBOHELAY

আমি এই শহরে তোমায় খুঁজি
তোমায় ভাবি শত ভীড়ে
তুমি ঐ শহরে ভাব নাকি
ফেলে আসা স্মৃতিটিরে

AMI EI SHOHORE TOMAY KHUJI
TOMAY BHABI SHOTO BHEER E
TUMI OI SHOHORE BHABO NAKI
FELE ASHA SMRITI TEE RE

আমার এই শহরে তোমায় পাওয়ে
হবে না আর কোনোদিনও
তুমি ঐ শহরে যতই হাসো
ফিরব না আর জেনে নিও

AMAR EI SHOHORE TOMAY PAWA
HOBE NA AR KONO DIN O
TUMI OI SHOHORE JOTOI HASHO
FIRBO NA AR JENE NIO
আমার এই শহরে তোমায় পাওয়া
আবার হবে জেনে নিও
তুমি ঐ শহরে একটু ডাকো
ফিরব কাছে টেনে নিও

AMAR EI SHOHORE TOMAY PAWA
ABAR HOBE JENE NIO
TUMI OI SHOHORE EKTU DAAKO
FIRBO KACHE TENE NIO

সময় অসময়ের ফোড় somoy osomoyer for

মনের ভেতরে কত শত সহস্র অনুভূতির মুখে ছাই দিয়ে দিন শুরু হয়

আরকেটা অনিশ্চিত যাত্রা পথে যোগ দেয়

সারাদিনে চাল ডাল ভাব্ ভালবাসার দরাদরি

আর সব শেষে তার থেকে আদায় করে নেয়া লিটার, গ্রাম আর কিলোর হারজিত খেলার চুলচেরা বিচার

তৃপ্ত হই নিজের পাগলামি নিয়ে

তুমি কি পাও দেখতে

কি পরম অন্তরিকতায় সারাদিনে দিয়ে যাই সুখের ঘরে দশ ফোড়

সময় যেন না যায় ছুটে

অসময়ের কাছে পরাজয় মেনে

Saturday, May 10, 2008

অচিন ঠিকানা Ocheen Thikana

মনের ভেতরের ঝর ঝাপটা কুয়াশা যখন তোলপার করে
আমার অতীত বর্তমান
আমি তোমার তপ্ত বুকে মাথা রেখে
করে যাই আগামি দিনের স্বপ্ন রচনা
সবু্জ ঘাসে চলা শুরূ
পথ হারালাম দীর্ঘশ্বাসের বালুচরে
খুঁজে ফিরি অরন্য আর পাহারতলীর নাম না জানা স্মরণী
যে নিয়ে যাবে আমায় অচিন ঠিকানায়

moner bhetorer jhor jhapta kuasha jokhon tolpar kore
amar otit ar bortoman
ami tomar topto buke matha rekhe kore jai agami diner sopno rochona.
sobuj ghase chola suru
poth haralam dirghoshasher baluchore
khuje phiri ornno ar pahartolir naam na jana shoroni
je niye jabe amay ocheen thikanay

Wednesday, May 7, 2008

তুমি আমার Tumi Amar

তুমি আমার অন্তর আত্মায় বসে থাকা
সেই রাত জাগা পাখি
যে কেবলি করে পাগল
আমায় অর্হনিশি
শীত বর্ষার কালো আকাশ মেঘে
তোমায় আমি ডেকেই গেছি ঠিকই

শরৎ যখন ভাসায় মেঘের ভেলা
তুমি তখন অত্মহারা পরী
হীম জড়ানো আবেশ মেখে গায়ে
খেল আমার তপ্ত বুকের পরে

তুমি আমার ছোট্ট প্রজাপতি
উড়ে বেড়াও নীল গভীর এই জলে
তুমি আমার সেই ছেলে বেলা
যে কেবলই আকাশ পানে টানে

তুমি উড়াও ঘুরি মেয়ে
মেঘ আকাশের পরে
আমি শান্ত করি তোমায়
শরীর বেয়ে বেয়ে

তুমি আমার সেই সকালের স্মৃতি
যাক পরম প্রেমে লালন করি বুকে
আলতো ছোঁয়ায় স্পর্শ করি তোকে
যেন না যাস ফেলে গভীর অরন্যতে

তুমি আমার অন্ধকার এই ঘর
জ্বালো প্রদীপ ভালবাসাত ত্বরে
তুমি আমার মাঝ রাতের ঐ ঝড়ে
আগলে রাখো প্রদীপ হাতে ধরে

তুমি আমার শান্ত দিঘির পারে
লজ্জারাঙ্গা সবুজ ঘাস ফরিং
তুমি আমার তপ্ত বালুচর
নেমে আসা ঝর্ণা ধারার হিম

তোমায় আমি দেখেছিলাম নীলে
ডেকেছিলাম পরম কাছে টানে
তুমি আমায় দিয়েছিলে সাড়া
ডুবেগেছি দুজন অসীম নীলে

তুমি যখন দূর পাহারের সবুজ
আমি তখন ব্যস্ত তোমায় খুঁজে
গলাই তোমার অভিমানের বরফ
পোড়া দেহের অস্থি মজ্জা দিয়ে

তখন তুমি অনেক বড় পাথর
বয়ে বেরাও বুকের গহীন কোণে
আমি তখন ক্ষিপ্ত হয়ে তোকে
ধরে রাখি না যাস যেন ছুটে

Friday, May 2, 2008

বন্দী bondi

মনের খাচায় বন্দী আমি
শান্তি কিম্বা অশান্তি তে
বার করেনা কেও আমারে
তাকিয়ে থাকি অসীম নীলে
Moner Khachay bondi ami
Shanti kimba oshantite
Bar korena keo amare
takiye thaki osheem neel e

হাত বাড়ানো যেদিকে haat barano jedike

অনন্তের পানে আমার যে হাত বারানো
ধরে না সে হাত কেও অভয় জানাতে
বলে না
এসো তৃষ্ণা মেটাও
শুদ্ধ হও
সুখের নদীর কুলকুল ছন্দে নাচে না হৃদয়
অবিরাম ছন্দ পতনে
যেন বাড়িয়ে রাখা হাত রেখে
স্পষ্ট চলে যাও তুমি আবার ভাসিয়ে ভেলা
নদী তখনও কূলকূল তরঙ্গে বিভর