Followers

Total Pageviews

Wednesday, October 15, 2008

দেখা হবে dekha hobe


শীতল শান্তির অরণ্য খুঁজতে গিয়েছিলাম
মেঘের দেশে ছিল আমার অভয় অরণ্য
শুকনো পাতা ঝরায় নাচে ময়ূর যেখানে
সেখানে তুমি আমি আমরা


আমাদের পদচারনায় মুখরিত
ঝিকমিক সকাল
বেলা গড়িয়ে সন্ধ্যা
তবু মুখরতা
নক্ষত্র বুণে যায় নকসি চাদর
ঢাকে আমাদের থরো থরো অনুভুতি রুপালি চাদরে

রাত গড়িয়ে সকাল যখন
ক্লান্ত পায়ে হাটাহাটি আর ঘুমহীন তৃষ্ণার্ত দৃষ্টি
ফিরে তাকাই ফেলে আসা সবুজ ঘেরা পথের দিকে

আমাদের ব্যস্ত পা যখন পৃথিবীর দিকে নামে দ্রূত
স্মৃতির ফাঁকে জমে থাকা শ্যাওলা
উঁকি দিয়ে দেখে মুচকি হাসে
বলে, বিদায় দিলাম না, এসো আবার তবে
দেখা হবে কথা হবে তোমাদের সাথে

Sheetol shantir oronnyo khujte giyechilam
Megeher deshe chilo amar obhoy ornonnyo
Shukno pata jhoray nache moyur jekhane
Shekhane tumi ami amra
Amader podocharonay mukhorito jhikmik sokal
Bela goriye shondha
Tobu mukhorota
Nokkhotrro bune jay nokshi chador
Dhake amader thoro thoro onuvuti rupali chadore

Rat goriye sokal jkhon
Klanto paye hatahati ar nirghum trishnao drishti
Fire takai fele asha sobuj ghera pother dike

Amader besto pa jokhon prithibir buke name druto
Sritir fanke jome thka shawla
Uki diye dekhe muchki hase
Bole biday dilam na esho abar tobe
Dekha hobe kotha hobe tomader shathe

No comments: