
এমন কেন সব সময়ই হবে
যে তোমার কথাই রাখতে হবে
আমারটা জলে
তুমি যদি ওড়াও ঘুড়ি
সঠিক নিয়ম তবে
আমি যদি ভেরাই ত্বরী
দিক ভুল কি হবেই?
যদি নিয়ম ভেংগে চল
তবে তোমার নিয়ম সোজা
আমার বেলায় কেন হবে সব নিয়মই বাঁকা?
যে তোমার কথাই রাখতে হবে
আমারটা জলে
তুমি যদি ওড়াও ঘুড়ি
সঠিক নিয়ম তবে
আমি যদি ভেরাই ত্বরী
দিক ভুল কি হবেই?
যদি নিয়ম ভেংগে চল
তবে তোমার নিয়ম সোজা
আমার বেলায় কেন হবে সব নিয়মই বাঁকা?
No comments:
Post a Comment