Followers

Total Pageviews

Friday, July 25, 2008

নিঃশব্দতার শব্দ Nishobdhotar Shobdo



পূর্ণিমার সাদা চাদর জড়ানো নীল আকাশের গায়ে
ঝিরি ঝিরি বাতাস আর বৃষ্টির ঝাপটা
তুমি ভাসো সুখের নদীতে
তবু যেন কোথায় আমার অতৃপ্তি
যেন দেখাতে পারিনা তোমায় আকাশের বুক চিঁড়ে
ওই ওপারেও আছে শব্দহীন রঙ
যেখানে কান পেতে শুনি আমি নিঃশব্দতার শব্দ
মেঘের ভেতরে মেঘ কাটে মৃদুলা ছন্দে ধীরে ধীরে
সাদা চাদরের সাথে লুকোচুরি খেলা
আমি শুনাই তোমায় সেই লুকোচুরি শব্দ

তুমি চমকে তাকাও ফিরে
মেঘ ময়ূর যেখানে নাচে রঙ্গিন ছন্দে
আণমনা সন্ধ্যায়
শোনাই তোমায় পাতাঝরানোর গান
সবুজ অরন্যে


Purnimar shada chador jorano neel akasher gaye
Jhiri jhiri batash ar brishtir jhapta
Tumi bhasho shukher nodite
tobu jeno kothay amar otripti..
Jeno dekhate pari na tomay akasher buk chinre
oi opareo ache shobdoheen rong

Jekhane kaan pete shuni ami nishobdyotar shobdyo
Megher bhetore megh kate mridula chonde dheere dheere
shada chader shathe lukochuri khela
Ami shonai tomay shei lukochurir shobdo
Tumi chmke takao phire
Megh moyur jekhane nache rongeen chonde.

Anmona shondhay
Shonai tomay patajhorar gaan sobuj oronnye

1 comment:

skyli said...

khub shundor hoyeche..........!!