Followers

Total Pageviews

Wednesday, April 22, 2009

অভিমান বাজে

কত ক্লান্তি কত ক্ষয়
কত শান্তি
কত ভয়

সব ফেলে আসা
সব ছেড়ে যাওয়া

কথা মালা সাজে
অভিমান বাজে
কেটে যায় সুর
কাটে লয়
তবু স্মৃতিটুকু মনে রয়


koto klanti
koto khoy
koto shanti
koto bhoy

sob fele asha
sob chere jawa

kotha mala shaje
obhiman baje

kete jay shur
kate loy

tobu smriti tuku mone roy

1 comment:

Unknown said...

স্মৃতি হারিয়ে যায় বিস্মৃতির তলে,
তারি মাঝে হারিয়ে যায় সকল ক্লান্তি,
ভয় আর অভিমান।
তাইতো আমরা বেচে রই
চেনা সুর, চেনা সবকিছুকে
আকড়েঁ ধরে, কিন্তু পারিনা,
কেন পারিনা তাও জানিনা।
জানো কি তুমি?