Followers

Total Pageviews

Wednesday, April 22, 2009

বরষা আমারই অপেক্ষায়

বহুদিন পর এসেছে ঝড়, বন্যা, রোদ্দুর আর মেঘ
একসাথে আমার উঠোনে
এখনি নামবে ঘর দোর ঝাপিয়ে বরষা


সব না পাওয়া আজ জোড়া লাগানোর দিন
তবু হিসেবের খাতা খুজে ফিরি
তবু মনের কোনায় মিটমিট করে আশা
যদি পাই দেখা একবার
সব ঝড় জলে ধুলোমাখা স্মৃতি হবে জানি

তবু একবার
জানি ক্ষমা নেই
কারন কথা রাখিনি শুকতারা সাক্ষী রাখা সেই সন্ধ্যার
একসাথে চলা পথ অনেক আগেই ঠিকানা বিহীন
তবু দরজার কড়া নাড়া শব্দেছুটে যাওয়া বারেবারে
পুরোনো অভ্যেস বলে কথা……কিন্তূ এও জানি দরজার ওপারে ঘোর বরষা আমারই অপেক্ষায়

No comments: