হেটে যাও কোন পথে আজ? আমাকেতো ফেলে এসেছো ঢের পিছনে তোমার পায়ের চিহ্ন ক্রমেই বিলীন হয় আমার সামনে আমি নিশ্চল মূর্তি ধূপের গন্ধে পোড়া শরীর অহল্যা নেচে চলে অতীত নিয়ে সামনে তুমি নও সামনে আমি নই
Thursday, June 21, 2012
বিষণ্ণতা পোড়ে
তুমি স্পর্শে রাখো হাত
যখন না যায় তোমায় পাওয়া
তুমি অন্য কথা বলো
যখন অভিমানের খেয়া
তুমি তাকাও গভীর সুখে
যখন চোখে নদী ঝরে
তুমি কষ্টে পাথর ছুড়ো
যখন বিষণ্ণতা পোড়ে
Saturday, June 16, 2012
তুমি আমার ভাব বোঝোনা ভাষা বোঝোনা ভালবাসার কথা বোঝোনা হাসলে পরে মানে বোঝোনা কাদলে আমার কষ্ট বোঝোনা
আজন্ম ভালবাসা পাওয়া আমি সে মেয়ে যে নিজের সুক্ষ অনুভূতিতে আঘাত লাগা ছাড়া সব কিছুই দারুন অবজ্ঞা আর অবহেলায় পার করে দিয়ে মন দেয় জীবন যাপনে। আশেপাশে অনেক হাসি কান্না মেলানো মুখেরা যাকে ডাকে ভাল বন্ধু আর স্নেহের আশ্রয়| সবাইকে পাশে পেয়ে আমি তৃপ্ত| চাইনা কেও ছেড়ে যাক| আবার মাঝে মাঝে ভাবি একা থাকা ভাল| মাঝেমাঝে মনে হয় এইতো বেশ কাটছে দিন...যাক না যেমন তেমন ভাবে...এর মাঝই কাটাই জীবন...আবার মন বলে একটাই জীবন...দৌড়ে চল মেয়ে...সময়যে কম...অনেক কিছু বাকী আছে