
সময়কাল ভালো নয়,
সব অভিমান আজ বাধ ভেঙ্গে আমায় প্লাবিত করেছে সারাদিন
তবু জানি কোনদিন যাওয়া হবেনা আর
আমার চিরচারিত স্বপ্নভুমিতে
আমার দূঃখের আলিংগনে জড়াবো আমিই নিজেকে
সুখ এখন ওপারে
সাতার না জানা আমি খুব অসহায়
inspired by Makid Hyder.....
"যে অমারে প্রেম শেখালো
সে যেন আজ সুখেই থাকে"
সব অভিমান আজ বাধ ভেঙ্গে আমায় প্লাবিত করেছে সারাদিন
তবু জানি কোনদিন যাওয়া হবেনা আর
আমার চিরচারিত স্বপ্নভুমিতে
আমার দূঃখের আলিংগনে জড়াবো আমিই নিজেকে
সুখ এখন ওপারে
সাতার না জানা আমি খুব অসহায়
inspired by Makid Hyder.....
"যে অমারে প্রেম শেখালো
সে যেন আজ সুখেই থাকে"
1 comment:
Visit My Website
Post a Comment