Followers

Total Pageviews

Friday, February 19, 2010

তোমাকে নিয়ে ইচ্ছেগুলো tomake niye ichchegulo

 লেখা ১

এ বড় আজব ইচ্ছে আজ, নদী, ঘাস, পাতা, আকাশ - সব ছেড়ে এখন আমার সাধ, ভাঙ্গাচোড়া একটা ঝুরঝুরে ট্যাক্সিতে চড়ে, তোমার সাথে ঘুরি প্রিয় এই শহরে, একটু শীত একটু হাওয়া, স্পর্শ আছে অগোচরে, সাথে রেডিও ফুর্তি............শুধু ট্যাক্সি আমাদের ছিনতাই না করলেই খুশি, আর যদি করেই ফেলে.......তবে রাস্তা্য নেমে গাইতে হবে.....দো দিওয়ানে শেহেরমে...........


 লেখা ২

ভাংগা ট্যাক্সির আইডিয়াটা আপাতত তুলে রাখলাম, তার চেয়ে চল..অন্য কিছু ভাবি.যেমন ধর..একটা রেস্টুরেন্টের মলিন টেবিলে সামনা সামনি বসে থাকা, তুমি তোমার ভাবনায়, আমি আমার ভাবনায় মগ্ন. তবু বসে আছি..চা্য়ের কাপটা অবহেলা্য শীতল, তবু বসে আছি....উঠে যাওয়া দরকার কিন্তূ উঠতে ইচ্ছা নেই কারো.এমন অবস্থায় আমি বলি...আসি..তুমি বলো.হুম...এই ...

 লেখা ৩

আচ্ছা ট্যাক্সি ক্যাবে ঘুরাঘুরি আর চায়ের টেবিল থাক্। খুব ইচ্ছা এখন রাতের ট্রেনে উঠে পড়ি। শহর, পাহাড়, তেপান্তরের মাঠ, ঘাট সব পেরিয়ে তোমার সাথে পৌছে যাই আজ সেই জায়গায়, যেখানে দুজনের একসাথে কখনো যাওয়া হবেনা বলেই ভেবেছিলাম। কিন্ত কল্পনায় যখন তোমাকে নিয়েই ভাববো, কেন তবে প্রিয় জায়গাটাকে কাছে টেনে নিবো না? বলোতো? ভোর হবে হবে এমন সময় ট্রেন থেকে নামবো...ভয় পেওনা....সবতো কল্পনা মাত্র

লেখা ৪

ট্যাক্সি ক্যাব, চায়ের কাপ, রাতের ট্রেন থাক, কল্পনা আর বাস্তবের ভাব নাই নিজেদের মধ্যে – অনেক পুরানো ঝগড়া ওদের মাঝে। আর কল্পনার তোমাকে তো বাস্তবে আমার চেনার সুযোগই হয়নি। তবু মন থুব বলে একবার মিলিয়ে দেখি। কাটাকুটি করে দেখি কে হারে কে জিতে – কল্পনার তুমি না বাস্তবের তুমি? বাস্তবে এখন কিন্ত তোমার আর আমার দেখা হতেই পারতো –তাই না? কেন হলোনা জানো? কারন কল্পনায় তুমি দারুন একটা মানুষ, বাস্তবে যাচ্ছেতাই...

লেখা ৫

ইচ্ছেগুলো উড়াই এসো, তোমার সাথে.......কল্পনা আর বাস্তবের টানাটানি আপাতত থাক...কি চাই বলোতো তোমার কাছে? অথবা তুমি কি চাও? কোন হিসেব মিলবেনা জানি, তবু কেন এত চাওয়া আর না পাওয়ার হতাশা?আজ সারাদিনে তুমি কি জানো কতবার ভেবেছি তোমার কথা? আমিও কি জানি তুমি ভেবেছো কিনা? জানিনা...আচ্ছা বলোতো..বাস্তব পৃথিবীকে পা্যে ঠেলে যখন নেমে আসি তোমার কল্পনায়..তখনও কি আমি তোমার কাছে রমনীয়? তোমারও কি আমার মতই মনে হয় এজন্মে তোমার আমার পরিচয় হওয়া কি খুবই প্রয়োজন ছিল? আচ্ছা কল্পনায় আমাকে তো রাত দিন বলো ভালোবাসো, বাস্তবেওকি তাই? কোনোদিনতো জানা হলো না..

লেখা ৬

সেদিনের সেই ইচ্ছেগুলোর ওড়াউড়ি থাকনা এখন..যা হবার না তা নিয়ে এত ভাবনা চিন্তারই বা কি দরকার? তুমি কোন দেশ কোন বেশে থাকো তা আমার জানা নাই...কারন কল্পনার তুমি সারাক্ষণ আমার পাশেই থাকো। আজ আমার ছুটির দিন। আচ্ছা আজ কি তোমারও ছুটির দিন?ছুটির দিনে তুমি কি অনেকক্ষণ ঘুমাও? ঘুমালে তোমাকে কেমন দেখায়? তুমি জানোনা...কারন ঘুমালে তুমি তোমাকে দেখতে পাও না...আমি দেখতে পাই। ঘুমালে তোমাকে তোমার মতই দেখায়। কখন উঠবে বলোতো? উঠেই কি এক কাপ চা লাগে তোমার? খবরের কাগজ? চা দেয়া যেতে পারে কিন্ত্ত খবরের কাগজ দেয়া যাবে না..কারন তুমি চায়ের কাপ নিয়ে পড়বে আমাকে..খবরের কাগজ পড়বে সন্ধ্যাবেলা..যখন আমি ব্যস্ত থাকবো টেলিফোনে.....অনেক দূর থেকে কল করা কোনো হারানো বন্ধুর হাসির শব্দে..


লেখা ৭
তোমার কি খুব রাগ? মাঝে মাঝে ভাবি। আমার জানা হয়নি কখনো তুমি খুব রাগী কি না। যতক্ষন ভাবনায় থাকো, আমি মেতে থাকি ভাব ভালোবাসার হিসেব মিটাতে..সেখানে রাগ, মান, অভিমানের জায়গা করে নেওয়ার সুযোগ কোথায়?

লেখা ৮

আচ্ছা বলোতো? অকারনে এত অহঙ্কার কেনো তোমার? আমাকে এত কষ্ট দিয়ে কি সখ তোমার? আমি কি তোমার মন গড়া সেই মেয়ে যার ভাব ভালোবাসে লুপ্ত হয়েছে সেইদিন যেদিন থেকে সে তোমার জীবনে পাকাপোক্ত আসন নিলো?

লেখা ৯

ভালোবাসা একটা বিশ্বাসের ব্যাপার। তোমার কাছে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় কতটুকু আমাকে বিশ্বাস করো? তাহলেই যেন জেনে যাবো ঠিক কতটুকু ভালোবাসো আমাকে। কথাটা শুনে কি তুমি মুচকি হাসবে? বলবে আমি একটা পাগল? সে তো জানা কথা… তোমাকে নিয়ে আমার দিন রাতের এই পাগলামীর জন্যইতো আমি এত বিখ্যাত। আচ্ছা বলতো পৃথিবীর কোন প্রান্তে বসে আজ তুমি এই লেখাটা পড়ছো আর হাসছো?

লেখা ১০

আচ্ছা বলতো সবুজ ঘাসে পা ফেলেই কেনো তোমার কথা মনে এসেছিলো সেদিন? বিরহি আকাশ  তখন অভিমানী,  মনে  মেঘের  আনাগোনা,  জোৎস্না নিংড়ানো বৃষ্টি ভেজা ঘাসে আমার স্পর্শ তুমি কি টের পেয়েছিলে? বলতো?

লেখা ১১

নতুন বসন্তে বিবাগী হাওয়া
নতুন স্মৃতিতে তোমাকে ভাবা

কতটা ভালোবাসা জমানো আছে
জানতে চাওনি,
আমিও বলিনি

দেখা হবে আবার কবে?
আমার তোমার?
অথবা তোমার আমার? আমাদের?
শুনে যেও জমানো ভালোবাসার ইতিহাস
যদি সময় হয় কখনো।
এভাবে কেউ কাউকে একা রাখে?
যেভাবে আমি রেখেছি তোমাকে আর তুমি রেখেছো আমাকে?

No comments: