Followers

Total Pageviews

Wednesday, September 1, 2010

অবহেলার খামখেয়ালী ইচ্ছে

আজ মন বড় এলোমেলো
তুমি কি তা  বুঝতে পারো?

আজ আমার আকাশের শুকতারা নিয়েছে ছুটি
সে কি আজ তোমার উঠোনে খেলা করে?

আজ তুমি সারাদিন আমিতে মাখামাখি
সে কি তোমার অবহেলার খামখেয়ালী ইচ্ছে?

আজ নিজের সাথেও কথা বলতে ইচ্ছে নেই
আজ কি তোমার আমার  শব্দহীন কথা হবে?

অনন্তকালের গল্প জমে আছে।

1 comment:

যাযাবর জীবন said...

আমি কুলে বসে আছি
পথ চেয়ে আকুল হয়ে
তোমার সাথে শুধু কথা বলব বলে
হ্রদয়ে যে অনেক কথা জমে আছে
গল্প জমে চলেছে প্রতিদিন এক পাহাড় সম।

মনে মনে আর কতকাল কথা কব
তুমিতে আমিতে?
কতকাল একসাথে হেঁটে যাওয়া হয় নি আমাদের
নদীকুল ধরে, হাতে হাত রেখে
কতকাল কথা বলি না তুমিতে আমিতে
চেয়ে আঁখিতে আঁখিতে
অনন্তকালের কথা জমে আছে সব
বলে কি শেষ করা যাবে এক জীবন কালে?