পাখীর নীড়ের মত চোখ, মেঘ রাশি চুল, শ্রাবস্তীর কারুকাজের মুখ - কিছুই নেই ...
শান্তি ও দুদন্ড দিতে পারি নি ...তবু মুখোমুখি বসেই থাকা হয় জীবনের সব লেন দেন শেষে ।
আজন্ম ভালবাসা পাওয়া আমি সে মেয়ে যে নিজের সুক্ষ অনুভূতিতে আঘাত লাগা ছাড়া সব কিছুই দারুন অবজ্ঞা আর অবহেলায় পার করে দিয়ে মন দেয় জীবন যাপনে। আশেপাশে অনেক হাসি কান্না মেলানো মুখেরা যাকে ডাকে ভাল বন্ধু আর স্নেহের আশ্রয়| সবাইকে পাশে পেয়ে আমি তৃপ্ত| চাইনা কেও ছেড়ে যাক| আবার মাঝে মাঝে ভাবি একা থাকা ভাল| মাঝেমাঝে মনে হয় এইতো বেশ কাটছে দিন...যাক না যেমন তেমন ভাবে...এর মাঝই কাটাই জীবন...আবার মন বলে একটাই জীবন...দৌড়ে চল মেয়ে...সময়যে কম...অনেক কিছু বাকী আছে
No comments:
Post a Comment