যুবক এনেছিল কিছু স্বপ্নের বীজ
বুনেছিল মেয়ে নিজ হাতে
লাল চুড়ি পড়ে সবুজ বাগানে
অসময়ে বেড়ে উঠেছিল ভালোবাসা
সব - ঠিকঠাক
যুবক এনেছিল আরো চাঁদ তারার আকাশ
মেয়ে গেয়েছিল ঠিকই মেঘ মল্লার গান
বৃষ্টি নামেনি পাহাড় বেয়ে
তবু অসময়ে বেড়ে উঠেছিল ভালোবাসা
সব ।
No comments:
Post a Comment