Followers

Total Pageviews

Wednesday, July 17, 2013

ফেলে আসা কথা

কলেজের গেটে দাঁড়ানো কিশোরের নিদ্রা কাড়া চনমনে কিশোরী
আজ কাঁচাপাকা চুলের ঢেউ খেলিয়ে
চশমাটা ঠিক করে নেয়।
খুব চেনা লাগে মুখটা।
ভারী ফ্রেমের আড়ালের চোখদুটো-
আচ্ছা, রকে দাঁড়িয়ে গান গাওয়া ছেলেটি নয়তো?

বৃষ্টির দিনে শেষ দেখা, কলেজের শেষ দিনে
এর পর ভেজা বেনী খোলা হয়নি কতকাল মুচকি হেসে।
এর পর লোভ লালসার দিন পেরিয়ে – আজ এখানে একা –
অতঃপর মুখোমুখি – আজও কি কথা হবেনা?

No comments: