Followers

Total Pageviews

Wednesday, July 17, 2013

তুমি

তোমার কথা ভাবতেই মনে পড়ে কাঠপেন্সিলের গন্ধ।
বাল্যসখা, তুমি এখন কোথায় আছো কেমন আছো?
টেকনোলজির আধুনিকতায় এখন কি প্রিয়তমাকে চিঠি লেখা হয়না আর?
খয়েরী রঙের চুলের দোলায় আমার দুকাঁধ ছাপানো বিনুনী, লাল ফিতা, হারিয়েছে জানি সেই কবে। তবু কাঠ পেন্সিল হাতে নিলেই স্মৃতিতে তুমি।

ফেলে আসা কথা

কলেজের গেটে দাঁড়ানো কিশোরের নিদ্রা কাড়া চনমনে কিশোরী
আজ কাঁচাপাকা চুলের ঢেউ খেলিয়ে
চশমাটা ঠিক করে নেয়।
খুব চেনা লাগে মুখটা।
ভারী ফ্রেমের আড়ালের চোখদুটো-
আচ্ছা, রকে দাঁড়িয়ে গান গাওয়া ছেলেটি নয়তো?

বৃষ্টির দিনে শেষ দেখা, কলেজের শেষ দিনে
এর পর ভেজা বেনী খোলা হয়নি কতকাল মুচকি হেসে।
এর পর লোভ লালসার দিন পেরিয়ে – আজ এখানে একা –
অতঃপর মুখোমুখি – আজও কি কথা হবেনা?

এগোই কিছু পথ

ঘর ভরা শূণ্যতা পিছনে ফেলে এগোই কিছু
চৌকাঠ পেরোতেই পায়ে চাপা থ্যাতলানো ঘাসফুলের স্বপ্ন ভঙ্গের কাহিনী
পারোই আরো কিছু পথ - কক্ষপথ
চাঁদ তারার রাজ্যে বিরহ

সর্বনাশা ভালোবাসা তোর

সন্ধ্যের একটি উলকার পতনে
আমাদের রাজ্যপাট হয়েছে দিশেহারা
গগনচুম্বী ভালোবাসা তোর
এমনই সর্বনাশা

কৃষ্ণচূড়া ও আমি

কিছু কৃষ্ণচূড়া তুলে আনবো বলে
পীচের কালো রাস্তায় আমি

দিন রাত

না হয় কেটে গেল মোটামুটি এজীবন।
হিসেব না বেহিসেবী জানা নেই
তলানী কামড়ে খাবার সাধ নেই
আকাশের মেঘ দেখে পার হোক দিন।
হতাশার আলিঙ্গনে তুমি আমি পার করি দিন।

Monday, May 27, 2013

কোথাও তুমি

বৃষ্টিগুলো মাঝে মাঝে বিড়ম্বনা বাড়ায়
মেঘের ডাকে আমি ইচ্ছাহীন ঘরমুখী
জানালার কাঁচে টুকটুক করে জলকনা
এপারে আমি - ওপারে কোথাও তুমি

এভাবে কতদিন

এভাবে কতদিন?
ইথারে ভালোবাসা- রেডিও ওয়েভে দেহের ভাজ
একট ছুঁয়ে যাও - কোন এক ক্ষণে
অহল্যা সারাজীবন পাথর নয়

আমি নেই

তোমার এই ছন্নছাড়া ভালোবাসা -
একদিন যখন লোকে তোকে আর আমাকে বলবে উন্মাদ কোথাকার
সেদিন একটু মুখ লুকাতে দিস তোর বুকে
যেখানে আমি নিশ্চিত জানি - আমি নেই কোন অঙ্কের ভগ্নাংশে

Thursday, April 25, 2013

সীমানা ছাড়িয়ে যায়


সলিটেইর খেলতে খেলতে সেই কখন যে নিজের সাথেই একা হয়েছি বুঝতে পারিনি
আজ তাস যতই এদিক সেদিক করি
একাকিত্বের উঁকি ঝুকি তেমনি আছে

বিষন্ন প্রহর কাটে একলা আকাশে তোমার নাম লিখে লিখে
তুমি কবে বলেছিলে আর হবেনা দেখা
তবু তোমার খোঁজেই দৃষ্টি সীমানা ছাড়িয়ে যায়।

Sunday, April 21, 2013

চিরতরের বিরহ


মুক্ত করতলে
টাপুর টুপুর...

তুমি তাকাও বর্ষিত মেঘেদের দিকে
ভেজাও চোখের স্বপ্নগুলো

                                   আমি কুড়াই 
                                   চিরতরের বিরহ

তোমাকে পাবার আশায়




অতঃপর ক্রমশ মিলাও তুমি তারাদের মাঝে,
স্বপ্ন পুরুষেরা এক এক করে হারায় দিক
ধ্রুবতারার দিকে ধাবিত নারীরা একে একে ফেরা পথে হেটে চলে
বিষন্ন চাঁদ মুখ ফিরায় মেঘেদের দলে
তবু

ফেরা পথে আমি হাটি বিপরীতে। তোমাকে পাবার আশায়।



Saturday, March 9, 2013

তোমাকে চাই




যারা লেখে তাদের প্রত্যেকের জীবনে একজন গোপন প্রেমিক বা প্রেমিকা থাকে যে তাকে দিন রাত লেখার জন্য তাড়িয়ে বেড়ায়। সে মানুষ হোক না প্রকৃতি হোক বা হোক অন্য কিছু, একটা তাড়নাবোধ না থাকলে লেখা যায়না। সে হয় একজিস্ট করে অথবা করে না। হয়তো স্বপ্নের জগতে সে উড়ে বেড়ায় অনেক আনন্দ অথবা কষ্ট বুকে নিয়ে। তার ভাবনায় আবেগগুলো আন্দোলিত হয়। কখনো দূঃখ, কখনো সুখ, কখনো ভালোবাসা, কখনো কষ্ট বুকে নিয়ে সে লিখে যায়। একসময় লেখা ঝাপসা হয়ে আসে, আবার তাড়না চায় মন। আবার প্রেরণা খুঁজে বেড়ানো।

আজকাল আমি লিখতে পারছিনা। আমার আবার তোমাকে চাই।

Thursday, November 1, 2012

প্রহর


ঝিম ধরানো দুপুরগুলো
কেমন যেন একলা কাটে
ঝলসানো শেষ বিকেল বেলায়
প্রহরগুলো শূণ্যে দোলে।

বলো


বলো একদিন বলো তুমি
তোমার আমার বিরহে কেন
অন্য মানুষের গন্ধ হবে

ভাবনা


সুনীল আকাশের স্বপ্ন ভঙ্গে
কাঁদেনা মেঘ।
বদ্ধ জলাভূমিতে কবেই বুনে দিয়েছি
একমুঠো শ্যাওলা।
তুমি আসবে বলে বন্ধ জানালা খুলে একপশলা ঠান্ডা বাতাস।
দিন রাত।
মরচে ধরা তালা খুলে
চৌকাঠে একটা শালিক
এপার ওপার করে।

স্বপ্নহীন


নীল আকাশ ছিল
একটা গোল চাঁদ ছিল
কিছু হাওয়া, কিছু একাকিত্ব... আমার হাতে তোমার হাত ছিল
বৃষ্টি হবে হবে এমন ক্ষন ছিল

স্পর্শের কাতরতায় দীর্ঘশ্বাস খুজছিলে তুমি

আর আমি ছিলাম স্বপ্নহীন ।

তারপর


তারপর
একবার
দিন রাত এক করে ভালবাসবো তোমাকে

হোক


ফের ভালবাসার দিন শুরু হোক
ফের রাত জাগুক একাকী চাঁদ
ফের তুমি বিনা আমি না হই বিরহী
ফের স্বপ্ন জলাঞ্জলীর দিন শেষ হোক

Thursday, September 13, 2012

আমি মুগ্ধ


তুই ভেজা বালুতে 
এলোমেলো আঙ্গুলে আমার নাম লিখিস 
নিতান্তই ভালোবেসে
স্রোতের অবহেলায় মুছে গেলে আবার লিখিস 
বার বার লিখিস

তোর ভালোবাসার খেলায় আমি মুগ্ধ