না হয় কেটে গেল মোটামুটি এজীবন।
হিসেব না বেহিসেবী জানা নেই
তলানী কামড়ে খাবার সাধ নেই
আকাশের মেঘ দেখে পার হোক দিন।
হতাশার আলিঙ্গনে তুমি আমি পার করি দিন।
Wednesday, July 17, 2013
Monday, May 27, 2013
কোথাও তুমি
বৃষ্টিগুলো মাঝে মাঝে বিড়ম্বনা বাড়ায়
মেঘের ডাকে আমি ইচ্ছাহীন ঘরমুখী
জানালার কাঁচে টুকটুক করে জলকনা
এপারে আমি - ওপারে কোথাও তুমি
মেঘের ডাকে আমি ইচ্ছাহীন ঘরমুখী
জানালার কাঁচে টুকটুক করে জলকনা
এপারে আমি - ওপারে কোথাও তুমি
এভাবে কতদিন
এভাবে কতদিন?
ইথারে ভালোবাসা- রেডিও ওয়েভে দেহের ভাজ
একট ছুঁয়ে যাও - কোন এক ক্ষণে
অহল্যা সারাজীবন পাথর নয়
ইথারে ভালোবাসা- রেডিও ওয়েভে দেহের ভাজ
একট ছুঁয়ে যাও - কোন এক ক্ষণে
অহল্যা সারাজীবন পাথর নয়
আমি নেই
তোমার এই ছন্নছাড়া ভালোবাসা -
একদিন যখন লোকে তোকে আর আমাকে বলবে উন্মাদ কোথাকার
সেদিন একটু মুখ লুকাতে দিস তোর বুকে
যেখানে আমি নিশ্চিত জানি - আমি নেই কোন অঙ্কের ভগ্নাংশে
একদিন যখন লোকে তোকে আর আমাকে বলবে উন্মাদ কোথাকার
সেদিন একটু মুখ লুকাতে দিস তোর বুকে
যেখানে আমি নিশ্চিত জানি - আমি নেই কোন অঙ্কের ভগ্নাংশে
Thursday, April 25, 2013
সীমানা ছাড়িয়ে যায়
সলিটেইর খেলতে খেলতে সেই কখন যে নিজের সাথেই একা হয়েছি বুঝতে পারিনি
আজ তাস যতই এদিক সেদিক করি
একাকিত্বের উঁকি ঝুকি তেমনি আছে
বিষন্ন প্রহর কাটে একলা আকাশে তোমার নাম লিখে লিখে
তুমি কবে বলেছিলে আর হবেনা দেখা
তবু তোমার খোঁজেই দৃষ্টি সীমানা ছাড়িয়ে যায়।
Sunday, April 21, 2013
চিরতরের বিরহ
টাপুর টুপুর...
তুমি তাকাও বর্ষিত মেঘেদের দিকে
ভেজাও চোখের স্বপ্নগুলো
আমি কুড়াই
চিরতরের বিরহ
তোমাকে পাবার আশায়
Saturday, March 9, 2013
তোমাকে চাই
যারা লেখে তাদের প্রত্যেকের জীবনে একজন গোপন প্রেমিক বা প্রেমিকা থাকে যে তাকে দিন রাত লেখার জন্য তাড়িয়ে বেড়ায়। সে মানুষ হোক না প্রকৃতি হোক বা হোক অন্য কিছু, একটা তাড়নাবোধ না থাকলে লেখা যায়না। সে হয় একজিস্ট করে অথবা করে না। হয়তো স্বপ্নের জগতে সে উড়ে বেড়ায় অনেক আনন্দ অথবা কষ্ট বুকে নিয়ে। তার ভাবনায় আবেগগুলো আন্দোলিত হয়। কখনো দূঃখ, কখনো সুখ, কখনো ভালোবাসা, কখনো কষ্ট বুকে নিয়ে সে লিখে যায়। একসময় লেখা ঝাপসা হয়ে আসে, আবার তাড়না চায় মন। আবার প্রেরণা খুঁজে বেড়ানো।
আজকাল আমি লিখতে পারছিনা। আমার আবার তোমাকে চাই।
Thursday, November 1, 2012
ভাবনা
সুনীল আকাশের স্বপ্ন ভঙ্গে
কাঁদেনা মেঘ।
বদ্ধ জলাভূমিতে কবেই বুনে দিয়েছি
একমুঠো শ্যাওলা।
তুমি আসবে বলে বন্ধ জানালা খুলে একপশলা ঠান্ডা বাতাস।
দিন রাত।
মরচে ধরা তালা খুলে
চৌকাঠে একটা শালিক
এপার ওপার করে।
স্বপ্নহীন
নীল আকাশ ছিল
একটা গোল চাঁদ ছিল
কিছু হাওয়া, কিছু একাকিত্ব... আমার হাতে তোমার হাত ছিল
বৃষ্টি হবে হবে এমন ক্ষন ছিল
স্পর্শের কাতরতায় দীর্ঘশ্বাস খুজছিলে তুমি
আর আমি ছিলাম স্বপ্নহীন ।
হোক
ফের ভালবাসার দিন শুরু হোক
ফের রাত জাগুক একাকী চাঁদ
ফের তুমি বিনা আমি না হই বিরহী
ফের স্বপ্ন জলাঞ্জলীর দিন শেষ হোক
Thursday, September 13, 2012
আমি মুগ্ধ
Sunday, July 22, 2012
Tuesday, July 10, 2012
Subscribe to:
Posts (Atom)