Followers

Total Pageviews

Tuesday, June 26, 2012



উপাক্ষার চৌকাঠ ডিঙ্গিয়ে
তোমার জন্য অপেক্ষা আমার

তোমার অবহেলার সীমানা
কবেইতো সেই পার করেছি 
নিঃশব্দে

ফেলে যাওয়া গদ্য পদ্য
শুকনো ফুলের পাপড়ি
আজ সব কাগজের ভাজে ভাজে 
যে যার মতন সুখী দুঃখী

হেটে যাও কোন পথে আজ?
আমাকেতো ফেলে এসেছো ঢের পিছনে
তোমার পায়ের চিহ্ন ক্রমেই বিলীন হয় 

আমার সামনে
আমি নিশ্চল মূর্তি
ধূপের গন্ধে পোড়া শরীর
অহল্যা নেচে চলে

অতীত নিয়ে
সামনে তুমি নও
সামনে আমি নই

Thursday, June 21, 2012



বিষণ্ণতা পোড়ে





তুমি স্পর্শে রাখো হাত

যখন না যায় তোমায় পাওয়া

তুমি অন্য কথা বলো

যখন অভিমানের খেয়া

তুমি তাকাও গভীর সুখে

যখন চোখে নদী ঝরে

তুমি কষ্টে পাথর ছুড়ো

যখন বিষণ্ণতা পোড়ে

Saturday, June 16, 2012


তুমি আমার ভাব বোঝোনা
ভাষা বোঝোনা
ভালবাসার কথা বোঝোনা
হাসলে পরে মানে বোঝোনা
কাদলে আমার কষ্ট বোঝোনা


বাদল দিনের বিরহ বোঝোনা
রাত বদলের পালা বোঝোনা
ভোরের ভৈরবি তান বোঝোনা
মেঘ মল্লার গান বোঝোনা


হাতের প'রে হাত বোঝোনা
স্পর্শ কাতর রাত বোঝোনা
অশ্রু নদীর বাঁক বোঝোনা
মনের মধ্যে দাগ বোঝোনা


কাল বেলার ঐ ভাব বোঝনা
নদীর স্রোতের স্বাদ বোঝনা
কতটা পথের মাপ বোঝোনা
ক্লান্ত গানের সুর বোঝোনা


চাদনী রাতের আলো বোঝোনা
পাগল করা ডাক বোঝোনা
তোমার ভাবি তা'ও বোঝোনা

Wednesday, May 30, 2012

তৃষ্ণা যখন মধ্যদুপুর

অনভ্যাসে স্মৃ্তির পাতা
ঠিক একদিন খেই হারাবেই
মরচে পরা ভালোবাসায়
আও কখনো ধরবেনা সুর
এখন তুমি কার কাছে যাও
তৃষ্ণা যখন মধ্যদুপুর?

Wednesday, May 9, 2012

বেপরোয়া স্মৃতির এলার্ম


সময় পেরোনো দেয়াল ঘড়িটায় বেপরোয়া স্মৃতির এলার্ম
তোমার হাতে ছিল হাত আমার
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।
আমার কাঁধ ছাপানো খোলা চুলে তুমি নিয়েছিলে কবে স্বস্তির ঘ্রাণ
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।
তবু আমাদের ব্যবধান ধীরে ধীরে কমে আসে, যতটা বাড়ে দুরত্ব
স্মৃতি হাতড়েও আজ যেন তুমি নেই
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।

Saturday, May 5, 2012

বেহায়া মধ্যরাত


বেহায়া মধ্যরাতের কাছে কৃতজ্ঞতায় বিহবল আমি
তোমার নীরবতাকেও হার মানায় এমন সব রাত
তবু সংগ দিয়ে যায় আমাকে অবিরত

Saturday, April 21, 2012

ইচ্ছে

তোমায় নিয়ে অনেকগুলো ইচ্ছে আমার
বুকের ভেতর ছটফটানী
বুঝতে পারো?
ইচ্ছে জাগে ওলোট পালোট আদর করো
শরীর নিয়ে ঢেউ খেলানো স্বপ্নে মাতো
মন রেখে দাও শীতল মনে

ইচ্ছে জাগে সুখ উড়ে যাক
অসীম নীলে
কষ্টগুলো নষ্ট কাজে ডুব সাতারে আর না ফিরুক
কাঠ বিড়ালীর খুনসুটিতে
বিকেল গড়াক
ইচ্ছেজাগে অন্ধকারের গল্পশুনে রাত কেটে যাক

তোমায় নিয়ে ইচ্ছে আমার অনেক দিনের
দিন শুরুতে ঘুম ভাঙ্গানো স্বপ্নগুলো
ঠিক উড়ে যায় ইচ্ছে ডানায় অলস প্রহর
অনেক রাতের গভীর শ্বাসে তুমিই থাকো 

Friday, August 26, 2011

বিষণ্ণ স্লেট


বিষণ্ণ স্লেটে আঁকিবুকি কাটে জ্যোৎস্না
তুমি হেটে যাও আনমনে
আমি তখনও দাঁড়ানো তোমারই আঙ্গিনায়

কুয়াশার চাদরে ছায়া দেখে যাই
মেঘ ছাপানো বৃষ্টিতে চিরকালের মায়া
ঠিকই ছিল ।
হাতে কি হাত ছিল?
এমন কি কথা ছিল?

Saturday, August 20, 2011

নক্সী গল্প


ধূসরে ছড়ানো গাংচিল
সেদিন মেঘ ভেঙ্গে নেমেছিল বৃষ্টি
চোখ খুঁজে  ফিরে হারানো সুখ
মন ফিরে যায় পিছুটানের নক্সী গল্পে
বালুচরী আঙ্গিনা ছটফট করে কষ্টে

Monday, August 1, 2011

ইচ্ছে ডানায় তুমি আমি

ইচ্ছে ডানায় তুমি আমি
আজ ইচ্ছেগুলোই শুকনো পাতা
উড়ে বেড়ায় বালুচরে
ধরতে গেলে পালিয়ে বেড়ায়
অসীম নীলের অরণ্যতে

Wednesday, July 13, 2011

বনলতা তোমায় মনে করি

পাখীর নীড়ের মত চোখ, মেঘ রাশি চুল,
শ্রাবস্তীর কারুকাজের মুখ -  কিছুই নেই ...
শান্তি ও দুদন্ড দিতে পারি নি ...তবু মুখোমুখি বসেই থাকা হয় জীবনের সব লেন দেন শেষে ।

Tuesday, June 14, 2011

বিরহিনী রাত

ঘাস ফরিং এর এখন জোনাকীর সাথে মিতালী,
তবু তুমি এলেনাতো আর,
জলতরঙ্গে আমার বিরহিনী রাত

Friday, May 27, 2011

পালে হাওয়া লাগেনা

দিগন্ত পাড়ি দিয়ে
যাবার কথা ছিল
কথা রাখা হয়নি
প্রতিজ্ঞার অফুরন্ত দোহাই দেইনা আজকাল আর
তুমিও রয়েছো তিনকূল দূরে
পালে হাওয়া লাগেনা
বদ্ধ জলাভুমিতে

Tuesday, May 17, 2011

এলিয়েন

তোমার মেঘরাশির হরাইজন ছাপানো আনাগোনা
কখনো ভাবায় আমাকে উথাল পাথাল -
সৌরজগতের পথচারী আমি
প্রতিবেশী চাঁদ সূর্য, বন্ধু তারা আর নক্ষত্রেরা
কখনও আপন করে ডেকে নেয় কাছে।
ওরা একসাথে কিন্ত যে যার মত একা
মাটিতে আমিও একলা
ঠিক যেন ভিনগ্রহের এলিয়েন

Sunday, May 8, 2011

জেনো তুমি

আজ আমি
শূণ্যে মিলিয়ে যাই ক্রমাগত
তুমি টেনে নাওনি কাছে অবজ্ঞার ছলেও
এ কষ্টের বিলীনতা নেই জেনো তুমি।

আহা

নীল নদীর পাড়ে ভেজা চাঁদ খেলে
আহা,
আমার নদীর পাড়
ও আমার ভেজা চাঁদ।

Monday, April 18, 2011

অসহ্য

আমার বেদনায় তোমার বেদনা রাঙ্গালাম

তুমি নীল হলে
তবু আমি হয়ে রইলাম নীরব পাথর


তোমার আদরে আমি পরিপূর্ণ হলাম
তুমি দূরে গেলে
দূর থেকে দূরে
তবু আমি হয়ে রইলাম শান্ত দিঘী


শান্ত দিঘী, নীরব পাথর
মাঝে মাঝে অসহ্য লাগে আমার।

Wednesday, April 6, 2011

ছন্দহারা

শান্ত দিঘীর আনমনা মন
টলটলা জল নীরব পাথর
সব হারানোর চঞ্চলা মন
ছন্দহারা একলা ভূবন।

সব

তুই আমার সব কাড়লি
রাখলি কেন ব্যাথার পাহাড়?
রাখলি কাছে অশ্রু মতি?

উস্ক চুলের হাতছানি আর চশমা ঘড়ি
আমার কাছে
বুঝবি তখন কেউ কোনদিন
পালিয়ে গেলে খুব গোপনে।