অবহেলায় ফেলে রাখা
দূঃখগুলো অবশেষে একদিন বড় হয়ে উঠে।
সেদিন প্রশ্ন করেছিল আমাকে
আর কতকাল ফেলে রাখবে বলতো
শ্যাওলা আর পাথর চাপার সোঁদা গন্ধে? আমারোতো ইচ্ছে হয় মাঝে মাঝে সূর্য দেখি, নাকি?
Sunday, July 22, 2012
Tuesday, July 10, 2012
Wednesday, July 4, 2012
Tuesday, June 26, 2012
Thursday, June 21, 2012
Saturday, June 16, 2012
তুমি আমার ভাব বোঝোনা
ভাষা বোঝোনা
ভালবাসার কথা বোঝোনা
হাসলে পরে মানে বোঝোনা
কাদলে আমার কষ্ট বোঝোনা
বাদল দিনের বিরহ বোঝোনা
রাত বদলের পালা বোঝোনা
ভোরের ভৈরবি তান বোঝোনা
মেঘ মল্লার গান বোঝোনা
হাতের প'রে হাত বোঝোনা
স্পর্শ কাতর রাত বোঝোনা
অশ্রু নদীর বাঁক বোঝোনা
মনের মধ্যে দাগ বোঝোনা
কাল বেলার ঐ ভাব বোঝনা
নদীর স্রোতের স্বাদ বোঝনা
কতটা পথের মাপ বোঝোনা
ক্লান্ত গানের সুর বোঝোনা
চাদনী রাতের আলো বোঝোনা
পাগল করা ডাক বোঝোনা
তোমার ভাবি তা'ও বোঝোনা
Wednesday, May 30, 2012
তৃষ্ণা যখন মধ্যদুপুর
ঠিক একদিন খেই হারাবেই
মরচে পরা ভালোবাসায়
আও কখনো ধরবেনা সুর
এখন তুমি কার কাছে যাও
তৃষ্ণা যখন মধ্যদুপুর?
Wednesday, May 9, 2012
বেপরোয়া স্মৃতির এলার্ম
তোমার হাতে ছিল হাত আমার
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।
আমার কাঁধ ছাপানো খোলা চুলে তুমি নিয়েছিলে কবে স্বস্তির
ঘ্রাণ
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।
তবু আমাদের ব্যবধান ধীরে ধীরে কমে আসে, যতটা বাড়ে দুরত্ব
স্মৃতি হাতড়েও আজ যেন তুমি নেই
আজ এর বেশী আর সব কিছু বিস্মৃতির আড়ালে চাপা পড়ে থাকে।
Saturday, May 5, 2012
বেহায়া মধ্যরাত
বেহায়া মধ্যরাতের কাছে কৃতজ্ঞতায় বিহবল আমি
তোমার নীরবতাকেও হার মানায় এমন সব রাত
তবু সংগ দিয়ে যায় আমাকে অবিরত
Saturday, April 21, 2012
ইচ্ছে
তোমায় নিয়ে অনেকগুলো ইচ্ছে আমার
বুকের ভেতর ছটফটানী
বুঝতে পারো?
ইচ্ছে জাগে ওলোট পালোট আদর করো
শরীর নিয়ে ঢেউ খেলানো স্বপ্নে মাতো
মন রেখে দাও শীতল মনে
ইচ্ছে জাগে সুখ উড়ে যাক
অসীম নীলে
কষ্টগুলো নষ্ট কাজে ডুব সাতারে আর না ফিরুক
কাঠ বিড়ালীর খুনসুটিতে
বিকেল গড়াক
ইচ্ছেজাগে অন্ধকারের গল্পশুনে রাত কেটে যাক
তোমায় নিয়ে ইচ্ছে আমার অনেক দিনের
দিন শুরুতে ঘুম ভাঙ্গানো স্বপ্নগুলো
ঠিক উড়ে যায় ইচ্ছে ডানায় অলস প্রহর
অনেক রাতের গভীর শ্বাসে তুমিই থাকো
Friday, August 26, 2011
বিষণ্ণ স্লেট
তুমি হেটে যাও আনমনে
আমি তখনও দাঁড়ানো তোমারই আঙ্গিনায়
কুয়াশার চাদরে ছায়া দেখে যাই
মেঘ ছাপানো বৃষ্টিতে চিরকালের মায়া
ঠিকই ছিল ।
হাতে কি হাত ছিল?
এমন কি কথা ছিল?
Saturday, August 20, 2011
নক্সী গল্প
সেদিন মেঘ ভেঙ্গে নেমেছিল বৃষ্টি
চোখ খুঁজে ফিরে হারানো সুখ
মন ফিরে যায় পিছুটানের নক্সী গল্পে
বালুচরী আঙ্গিনা ছটফট করে কষ্টে
Monday, August 1, 2011
ইচ্ছে ডানায় তুমি আমি
Wednesday, July 13, 2011
বনলতা তোমায় মনে করি
Tuesday, June 14, 2011
Friday, May 27, 2011
পালে হাওয়া লাগেনা
দিগন্ত পাড়ি দিয়ে
যাবার কথা ছিলকথা রাখা হয়নি
প্রতিজ্ঞার অফুরন্ত দোহাই দেইনা আজকাল আর
তুমিও রয়েছো তিনকূল দূরে
পালে হাওয়া লাগেনা
বদ্ধ জলাভুমিতে
Tuesday, May 17, 2011
এলিয়েন
তোমার মেঘরাশির হরাইজন ছাপানো আনাগোনা
কখনো ভাবায় আমাকে উথাল পাথাল -সৌরজগতের পথচারী আমি
প্রতিবেশী চাঁদ সূর্য, বন্ধু তারা আর নক্ষত্রেরা
কখনও আপন করে ডেকে নেয় কাছে।
ওরা একসাথে কিন্ত যে যার মত একা
মাটিতে আমিও একলা
ঠিক যেন ভিনগ্রহের এলিয়েন
Subscribe to:
Posts (Atom)